E-Paper

বিধিভঙ্গে মোদীকে রেয়াত নয়, দাবি তৃণমূলের

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “আচরণবিধি যেন শুধু বিরোধী দলের ক্ষেত্রেই প্রযোজ্য না হয়, শাসক দলও যেন তা পালন করে, তা দেখতে অনুরোধ করব কমিশনকে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৯:১০
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। — নিজস্ব চিত্র।

এসআইআরে তথ্যগত অসঙ্গতি নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরেই আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়লেন তৃণমূল সাংসদেরা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল যেমন বহু ক্ষেত্রেই নির্বাচনী আচরণবিধি‘ভঙ্গ’ করেন, পশ্চিমবঙ্গে যেন তেমনটা না হয়।

তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “আচরণবিধি যেন শুধু বিরোধী দলের ক্ষেত্রেই প্রযোজ্য না হয়, শাসক দলও যেন তা পালন করে, তা দেখতে অনুরোধ করব কমিশনকে।”

মোদী গত লোকসভা ভোটে বায়ুসেনার চপার ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছিল তৃণমূল। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে মোদী ও অমিত শাহের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘন এবং ঘৃণাভাষণের অভিযোগ তুলেছিল কংগ্রেস। কিন্তু বিরোধীদের অভিযোগ, কমিশন কখনওই মোদীকে নোটিস ধরায় না। আজ ডেরেক, সাগরিকা ঘোষেরা দাবি করেন, এসআইআর-এর সফটওয়্যারে রিগিং চলছে। বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নাম। ডেরেক বলেন, ‘‘২০২২-২০২৪ শাহের কোঅপারেশন সচিব ছিলেন জ্ঞানেশ কুমার। ৩৭০ ধারা বিলোপের সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব কে ছিলেন? এই ভ্যানিশ!’’ সাগরিকার কথায়, ‘‘এসআইআর বিহারে শুরু হলেও আসল নিশানা ছিল বাংলা। কমিশন আগে দেখত, যাতে সবাই ভোট দিতে পারে। এখন ভোটারদের বাদ দিতে উদ্যোগী কমিশন।” গত ৩১ ডিসেম্বর কমিশনের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদলের হওয়া বৈঠকের কথোপকথনের প্রতিলিপি প্রকাশের দাবি জানান ডেরেক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gyanesh Kumar TMC MP Election Commission of India Special Investigation Team

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy