অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আজ বিরোধী সদস্যেরা দিল্লিতে তহবিলের স্বল্প ব্যবহার এবং নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের উচ্চ হার নিয়ে প্রশ্ন তুলেছেন। সূত্রের খবর, এই প্রশ্নগুলি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন বৈঠকে উপস্থিত তৃণমূলের সাংসদেরা।
সূত্রের বক্তব্য, তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে বলা হয়, নারী সুরক্ষার্থে গঠিত নির্ভয়া তহবিলের প্রায় দুই-তৃতীয়াংশই ব্যবহার করা হয়নি। পাশাপাশি তৃণমূলের দাবি, সীমান্ত পরিকাঠামো ও ব্যবস্থাপনার জন্য বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। এই বাজেটে ওই খাতে ৫,৫৯৭.২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের বরাদ্দের তুলনায় ১,৮৪০.৭৪ কোটি বেশি।
তৃণমূল সাংসদদের অভিযোগ, আদমসুমারি পরিকল্পনা মাফিক হয়নি। বাজেট বরাদ্দও কম ছিল। কারাগারগুলির আধুনিকীকরণের জন্য তহবিল, সন্ত্রাস ও সাম্প্রদায়িক হিংসার ভুক্তভোগীদের জন্য কেন্দ্রীয় তহবিল, আন্দামান ও নিকোবর এবং লক্ষদ্বীপের মতো দ্বীপপুঞ্জের উন্নয়নের জন্য তহবিলের অপ্রতুল ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৃণমূল।
বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে দিল্লিতে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের উচ্চ হার এবং মামলার বিলম্ব নিয়ে দিল্লি পুলিশের রেকর্ডে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ দিন হরিয়ানা থেকে জিতে আসা এক বিজেপি সাংসদ সিঙ্ঘু সীমানা থেকে কৃষকদের সরিয়ে এলাকা খালি করার দাবিও জানিয়েছেন বলে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)