Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এনপিএফ-কে সমর্থন তৃণমূলের

নাগাল্যান্ডে নেইফিউ রিও-র এনডিপিপি-র সঙ্গে জোট করেছে বিজেপি। বেশির ভাগ আসন এনডিপিপি-কেই ছেড়ে দিয়েছে তারা। পক্ষান্তরে টি আর জেলিয়াঙের এনপিএফ লড়ছে রাজ্যের ৬০টি আসনেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৮
Share: Save:

ত্রিপুরা এবং মেঘালয়ের মতো নিজেরা প্রার্থী দিয়ে নয়। নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন নাগা পিপল্স ফ্রন্টকে (এনপিএফ) সমর্থন করছে তৃণমূল। উত্তর-পূর্বের বাকি দুই রাজ্যের মতো নাগাল্যান্ডেও তাদের মূল লক্ষ্য বিজেপি-র পথে কাঁটা দেওয়া! সেই লক্ষ্যেই এনপিএফের সঙ্গে সমঝোতা।

নাগাল্যান্ডে নেইফিউ রিও-র এনডিপিপি-র সঙ্গে জোট করেছে বিজেপি। বেশির ভাগ আসন এনডিপিপি-কেই ছেড়ে দিয়েছে তারা। পক্ষান্তরে টি আর জেলিয়াঙের এনপিএফ লড়ছে রাজ্যের ৬০টি আসনেই। মেঘালয় ও নাগাল্যান্ডে ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ হয়েছে রবিবার। প্রচারে টাকা এবং পেশিশক্তির ব্যবহার দেখে তৃণমূলের আশঙ্কা, ৩১-এর বেশি আসন জিতে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পেলে এনপিএফের পক্ষেও সরকার গড়া মুশকিল। প্রচার সেরে কলকাতায় ফিরে এ দিন তৃণমূলের উত্তর-পূর্বের পর্যবেক্ষক এবং বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘টাকা, বাহিনী তো আছেই। সেই সঙ্গে আবার এনএসসিএনের খাপলং ও মুইভা গোষ্ঠীর দাপট আছে। আমরা যে ভাবে নির্বাচনে অভ্যস্ত, তার সঙ্গে নাগাল্যান্ডের ভোটের কোনও মিল নেই!’’ মেঘালয় ও নাগাল্যান্ডে সুষ্ঠু পরিবেশে ভোট আদৌ হবে কি না, তা নিয়েও চিন্তায় আছেন তৃণমূল নেতৃত্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE