দ্রুত সমস্যা মেটাতে ‘বিদ্রোহী’ ৪ প্রবীণ বিচারপতির সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র। গত শুক্রবার সাংবাদিক সম্মেলনে তাঁর কাজকর্মের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণার পর এই প্রথম ওই ৪ প্রবীণ বিচারপতির সঙ্গে মুখোমুখি কথা হল দেশের প্রধান বিচারপতির।
মিনিট পনেরোর সেই বৈঠকে ছিলেন শীর্ষ আদালতের প্রবীণ বিচারপতি এ কে সিক্রি ও আরও দুই প্রবীণ বিচারপতি। এ দিনের বৈঠকে সমস্যা মেটানোর চেষ্টা শুরু হয়েছে বলে শীর্ষ আদালত সূত্রে দাবি করা হলেও, প্রবীণ বিচারপতিদের সুরে কিন্তু তাল কাটার আভাসও মিলেছে।
সব ক’টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা শোনার জন্য সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ ৫ বিচারপতিকে নিয়ে এ দিনই একটি সাংবিধানিক বেঞ্চ গড়ে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি দীপক মিশ্র থাকলেও, সিনিয়রিটির দিক থেকে এগিয়ে থাকা ‘বিদ্রোহী’ ৪ বিচারপতির ঠাঁই হয়নি সেই সদ্যগঠিত সাংবিধানিক বেঞ্চে। ফলে, দ্রুত সমস্যা মেটানোর ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কতটা আন্তরিক, তা নিয়ে সংশয় উঁকিঝুঁকি মারতে শুরু করেছে শীর্ষ আদালতের অন্দরেই। দেশের অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালও বলেছেন, ‘‘আমার মনে হয় সমস্যা এখনও মেটেনি। তবে আশা, তা দু’-তিন দিনের মধ্যেই মিটে যাবে।’’