Advertisement
E-Paper

দেশ জুড়ে নাগরিকদের সুরক্ষার মহড়া। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। ইডেনে কি ধোনির শেষ ম্যাচ। আর কী কী

আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের কী কী করণীয়, তা বোঝাতে দেশব্যাপী মহড়া চলবে আজ। দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দেশ জুড়ে আপৎকালীন প্রস্তুতি, যুদ্ধ বাধলে কী করণীয়? বোঝাতে চলবে নাগরিকদের সুরক্ষার মহড়া

পহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে গত দুই সপ্তাহে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এই আবহে আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের কী কী করণীয়, তা বোঝাতে দেশব্যাপী মহড়া চলবে আজ। দেশের ২৭টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৫৯টি জায়গায় এই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৩১টি জায়গাও। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে এমন অসামরিক মহড়া হতে চলেছে। মূলত, বিমান হামলার সময়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি, রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধবিমানের খবর পাওয়ামাত্র যাতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ‘ক্র্যাশ ব্ল্যাকআউট’ করে শত্রু বিমানবাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায়, তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে। যা সাধারণ জনতা এবং পড়ুয়াদের নাগরিক প্রতিরক্ষা প্রোটোকলের প্রশিক্ষণ।

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, তালিকায় প্রথম দশে কারা

আজ ঘোষণা করা হবে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। এ বার পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এ বছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। এর পর চালু সেমেস্টার ব্যবস্থা। পরীক্ষার্থীরা আজই দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তাঁদের রেজ়াল্ট দেখতে পারবেন। এই তালিকায় শিক্ষা সংসদের ‘রেজ়াল্ট ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন’ (www.result.wb.gov.in) এবং ‘রেজ়াল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট ইন’ (www.result.digilocker.gov.in)-সহ রয়েছে আরও বেশ কিছু ওয়েবসাইট।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইডেনে কি ধোনির শেষ ম্যাচ? লড়াইয়ে কলকাতা বনাম চেন্নাই

আইপিএলে আজ লিগ পর্বে ইডেনে শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে এ বারের প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিকে কি আজই শেষ বারের মতো খেলতে দেখা যাবে? পরের বছর ধোনির খেলার ব্যাপারে এখনই কোনও নিশ্চয়তা নেই। ফলে এই ম্যাচের অন্য তাৎপর্য রয়েছে। তা ছাড়া প্লে-অফের দৌড়ে থাকা অজিঙ্ক রাহানের কলকাতার কাছেও এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শুরু হাই কোর্টে

আজ প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। দুপুর ২টো নাগাদ বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ওই মামলাটি শুনবে। আজ থেকে এই মামলার শুনানি শুরু হবে। গত শুনানিতে এই মামলা সংক্রান্ত সমস্ত নথি ‘পেপার বুক’ আকারে জমা দিতে বলেছিল আদালত। প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেয় হাই কোর্ট। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেল বাতিল করে দিয়েছিলেন। তাঁর নির্দেশ ছিল, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের উপর স্থগিতাদেশ দিলেও নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। হাই কোর্টের ওই সব নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের বক্তব্য, সব পক্ষের বক্তব্য না-শুনেই রায় দিয়েছে সিঙ্গল বেঞ্চ। সুপ্রিম কোর্ট জানায়, হাই কোর্টের ডিভিশন বেঞ্চকে সব পক্ষের বক্তব্য শুনতে হবে। একই সঙ্গে শুনানি হবে সিঙ্গল বেঞ্চের রায় নিয়ে আপত্তির বিষয়টিও। ২০২৩ সাল থেকে মামলাটি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। এত দিন পরে মামলাটি নিয়মিত শুনানির জন্য উঠছে। আজ আদালতে কী হয় সে দিকে নজর থাকবে।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কারা, চূড়ান্ত হয়ে যাবে দ্বিতীয় দলও

আজ রাত্রে চূড়ান্ত হয়ে যাবে এ বারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের লাইন-আপ। আজ দ্বিতীয় পর্বের সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি আর্সেনাল ও প্যারিস সঁজঁ। খেলা প্যারিসে। প্রথম পর্বে পিএসজি ১-০ ব্যবধানে জিতে এগিয়ে রয়েছে। খেলা শুরু রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

রাজ্যের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে

আজ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১১টা নাগাদ এই মামলাটির শুনানি হবে। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই মামলাটি শুনবে। এর আগে একাধিক বার এই মামলার শুনানি পিছিয়ে যায়। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মামলায় দীর্ঘ শুনানি প্রয়োজন রয়েছে। এই অবস্থায় আজ আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

News of the Day Mock Drills Pahalgam Terror Attack HS Result 2025 IPL Match Primary Recruitment Case Champions League DA Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy