ভারত–মার্কিন বাণিজ্যচুক্তি কোন পথে
আমেরিকার নয়া শুল্কনীতি ঘিরে গোটা দেশে আলোড়ন পড়ে গিয়েছে। গতকালই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, বিভিন্ন দেশকে শুল্ক-চিঠি বা চুক্তিপত্র পাঠানো শুরু করছে তাঁর প্রশাসন। কোন কোন দেশকে তা পাঠানো হবে, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। এর আগে ট্রাম্পের রাজস্বসচিব জানিয়েছিলেন, ১০০টি দেশকে চিঠি পাঠাবেন ট্রাম্প। আমেরিকার শুল্কনীতি ঘিরে এই উত্তেজনার মাঝে নয়াদিল্লি-ওয়াশিংটন বাণিজ্যচুক্তি কোন পথে এগোয়, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা অনেকটা এগিয়ে গেলেও কিছু ক্ষেত্রে মতবিরোধ রয়েছে ভারত এবং আমেরিকার। ওই মতবিরোধ কাটাতে দু’দেশ কী পদক্ষেপ করে, সে দিকে নজর থাকবে আজ।
ব্রিক্স সম্মেলেন শেষে ব্রাজিলেই প্রধানমন্ত্রী মোদী
সোমবারই শেষ হয়েছে ব্রিকস্ সম্মেলন। ভারতের প্রতিনিধি হিসাবে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলন শেষ হলেও মঙ্গলবার ব্রাজ়িলেই থাকছেন তিনি। সেখানে তাঁর একাধিক কর্মসূচির কথা রয়েছে। ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। তার পরে ব্রাজ়িল থেকেই তিনি উড়ে যাবেন নামিবিয়ায়।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
উইম্বলডনে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আলকারাজ়, সাবালেঙ্কা
উইম্বলডনে আজ জানা যাবে সেমিফাইনালে উঠছেন কারা। মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা খেলবেন লরা সিগেমুন্ডের সঙ্গে। অন্য ম্যাচে আমান্ডা আনিসিমোভার মুখোমুখি আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। পুরুষদের কোয়ার্টার ফাইনালে নামছেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়। তিনি খেলবেন ক্যামেরন নরির বিরুদ্ধে। টেলর ফ্রিৎজ মুখোমুখি কারেন খাচানভের। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।
লর্ডসে তৃতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলের খবর
লিডসে প্রথম টেস্টে হারার পর বার্মিংহামে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে শুভমন গিলের ভারত। পাঁচ দিন ধরে প্রায় গোটা ম্যাচেই আধিপত্য রেখে জিতেছে ভারত। বৃহস্পতিবার থেকে তৃতীয় টেস্ট লর্ডসে। তার আগে কী ভাবে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল? সব খবর।
গাঙ্গেয় বঙ্গের উপরে নিম্নচাপ, সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি রাজ্যে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের অঞ্চলের উপর এখন রয়েছে নিম্নচাপ অঞ্চল। এই কারণে রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। মঙ্গলবার উত্তরের আট জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
কার্তিক মহারাজের মামলার শুনানি হাই কোর্টে
ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে তলব করেছে পুলিশ। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। মৌখিক ভাবে তাঁকে রক্ষাকবচ দিয়েছে আদালত। তাঁর দাবি, মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে। আজ বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা। আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।