Advertisement
E-Paper

কোন পথে ভারত-পাক সম্পর্ক। কী করবে পাকিস্তান। রবীন্দ্রজয়ন্তী। আইপিএল। আর কী কী নজরে

বিক্রম মিস্রী জানান, ভারতের হামলায় পাকিস্তানে যে জঙ্গিরা নিহত, তাদের দেহে পতাকা জড়িয়ে শহিদের মর্যাদা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মহলের সামনে এই ছবি তুলে ধরতে আগ্রহী কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সংঘাতের পরিস্থিতি, কোন পথে ভারত-পাক সম্পর্ক

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের আক্রমণের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবারও পাকিস্তানের একাধিক শহরে ভারত ড্রোন হামলা চালিয়েছে বলে খবর। পাকিস্তানের দাবি, গুলি করে নামানো হয়েছে একাধিক ভারতীয় ড্রোন। বিকেলে ভারতের বিদেশ মন্ত্রক থেকে সাংবাদিক বৈঠক করেন বিদেশসচিব বিক্রম মিস্রী। তিনি জানান, ভারতের হামলায় পাকিস্তানে যে জঙ্গিরা নিহত, তাদের দেহে দেশের পতাকা জড়িয়ে শহিদের মর্যাদা দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মহলের সামনে পাকিস্তানের এই ছবি তুলে ধরতে আগ্রহী কেন্দ্র। দু’দেশের সম্পর্ক কোন পথে এগোবে, তার দিকে নজর থাকবে আজ।

ভারতের প্রত্যাঘাতের পর এ বার কী করবে পাকিস্তান

ভারতের প্রত্যাঘাতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর তীব্র নিন্দা করেছে পাকিস্তান। অভিযোগ, ধর্মীয় স্থানগুলিতে আঘাত করা হয়েছে। সাধারণ নাগরিকেরা প্রাণ হারিয়েছেন। ভারত এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, পাকিস্তানের যে সমস্ত মসজিদে জঙ্গিঘাঁটি তৈরি হয়েছিল, সেগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানান, ভারতকে যোগ্য জবাব দেওয়া হবে। পুঞ্চে পাক সেনা গোলাগুলিও ছুড়েছে বলে অভিযোগ। ফলে সীমান্তবর্তী এলাকাগুলিতে হামলার আশঙ্কা আরও তীব্র হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী

আজ রবীন্দ্রজয়ন্তী। রাজ‍্য সরকারের উদ্যোগে একাধিক অনুষ্ঠান হবে। রবীন্দ্র সদন প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের আয়োজনে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ‍্য সরকারের তরফে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করবেন মন্ত্রী শশী পাঁজা। নবান্নে কবিগুরুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মন্ত্রী অরূপ রায়। আজ এই খবরে নজর থাকবে।

হারলেই আইপিএল থেকে বিদায় লখনউয়ের, বিপক্ষে বেঙ্গালুরু

আইপিএলে আজ লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন‌্কার লখনউয়ের কাছে এই ম্যাচে মরণ-বাঁচন লড়াই। হারলেই এ বারের প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে ঋষভ পন্থের দল। এমনকি বৃষ্টি বা অন্য কোনও কারণে খেলা না হলেও বিদায় নিতে হবে লখনউকে। তাদের ১১ ম্যাচে ১০ পয়েন্ট। অন্য দিকে বিরাট কোহলির বেঙ্গালুরুর ১১ ম্যাচে ১৬ পয়েন্ট। আজ জিতলে আবার শীর্ষে চলে যাবে আরসিবি। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, কবে থেকে বৃষ্টি

বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আজও গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কাল থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চলবে সোমবার পর্যন্ত। ওই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে। বেশির ভাগ জেলাতেই ৪০ ডিগ্রির মাত্রা ছাড়িয়ে যাবে পারদ। তবে রবি ও সোমবার কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি নামতে পারে। গরমে পিছিয়ে থাকবে না উত্তরবঙ্গও। আগামী কয়েক দিনে উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

News of the Day Operation Sindoor Operation Sindoor Effect Rabindra Jayanti Mamata Banerjee IPL Match
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy