দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
চার বার গুলি করা হয়েছিল রাধিকা যাদবকে। তেমনটাই বলছে ময়নাতদন্তের রিপোর্ট। হরিয়ানার টেনিস খেলোয়াড়কে বৃহস্পতিবার গুরুগ্রামের বাড়িতে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর বাবাকে। শুক্রবার তাঁর দেহের ময়নাতদন্ত করানো হয়। তাঁকে গুলি করার কথা স্বীকার করেছেন বাবা দীপক যাদব। কিন্তু কেন কন্যাকে খুন করলেন তিনি, তা পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়। তদন্তে সেটাই খতিয়ে দেখছে পুলিশ।
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের তৃতীয় ম্যাচ চলছে। প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ়ে ঘুরে দাঁড়িয়েছে শুভমন গিলের ভারত। আজ তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। দুপুর সাড়ে ৩টে থেকে খেলা শুরু। দেখা যাবে সোনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।
উইম্বলডনে আজ মহিলাদের ফাইনাল। মুখোমুখি অষ্টম বাছাই ইগা সিয়নটেক ও ১৩ নম্বর বাছাই অ্যামান্ডা আনিসিমোভা। শীর্ষ বাছাই ও বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছেন আনিসিমোভা। ফাইনাল শুরু সন্ধ্যা ৬টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
নিম্নচাপ অঞ্চল দুর্বল হয়ে এসেছে। ফলে কিছুটা কমেছে বৃষ্টির দাপট। তবে এখনও গাঙ্গেয় বঙ্গের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। রয়েছে জোড়া অক্ষরেখাও। এর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি চলবে জেলায় জেলায়। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
এ বার সাদা জার্সিতে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে টেস্ট খেলতে নামবে ১৪ বছরের বৈভব। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারত। আজ থেকে চার দিনের ম্যাচ শুরু। প্রথম টেস্ট বেকেনহামে। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে।