যুদ্ধবিরতির চতুর্থ দিন: ভারত-পাক সম্পর্ক কোন দিকে, সীমান্ত পরিস্থিতি কী
যুদ্ধবিরতি ঘোষণার পর তিন দিন কেটেছে। আপাতত শান্ত ভারত এবং পাকিস্তান সীমান্ত। ধীরে ধীরে ছন্দে ফিরছে সীমান্তবর্তী এলাকা। জম্মু ও কাশ্মীরের অধিকাংশ স্কুল, কলেজই আজ থেকে খুলবে। তবে আপাতত সীমান্তলাগোয়া এলাকার স্কুল বন্ধ থাকবেই। সেই আবহেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে তাঁর ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে ভারত পিছু হটেনি। আলোচনা এবং সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না। শুধু তা-ই নয়, মোদী এ-ও জানিয়েছেন, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। অনেকের মতে, ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন মোদী। তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে একমাত্র সন্ত্রাসবাদ এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে। এই পরিস্থিতিতে ভারত-পাক সম্পর্ক কোন দিকে গড়ায়, কিংবা সীমান্ত পরিস্থিতি কী হয়, আজ নজর থাকবে সেই দিকে।
টেস্ট থেকে কোহলির অবসরের পর ভারতীয় ক্রিকেটের সব খবর
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। কিছু দিন আগেই লাল বলের ক্রিকেট থেকে সরে গিয়েছেন রোহিত শর্মাও। ফলে কঠিন ইংল্যান্ড সিরিজ়ে এই দু’জনকে ছাড়াই খেলতে হবে ভারতকে। কতটা সমস্যায় পড়বে দল? ভারতীয় ক্রিকেটের সব খবর।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জম্মু ও কাশ্মীর ফিরছে স্বাভাবিক ছন্দে, আংশিক খুলছে স্কুলগুলিও
ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর তিন দিন পেরিয়ে গিয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জম্মু ও কাশ্মীরের জনজীবন। উত্তেজনার আবহে জম্মু-কাশ্মীরের স্কুলগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ থেকে আংশিক খুলে যাচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলগুলি। সীমান্তবর্তী বাদে অন্যান্য জেলায় স্কুল খুলে যাচ্ছে আজ থেকে। এই অবস্থায় আজ জম্মু-কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
বাম দলগুলির যুদ্ধবিরোধী শান্তি মিছিল, ধর্মতলা থেকে শিয়ালদহ
আজ বাম দলগুলি যুদ্ধবিরোধী শান্তি মিছিলের ডাক দিয়েছে। বিকেলে ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে যাবে শিয়ালদহ পর্যন্ত। এই খবরে নজর থাকবে আজ।
তাপপ্রবাহের আশঙ্কা, তবে বৃষ্টি কবে? কী বলছে আলিপুর
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা। তবে কয়েকটি জেলায় বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ছ’দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই।