যুদ্ধবিরতির পঞ্চম দিন: ভারত-পাক সম্পর্ক কোন দিকে, সীমান্ত পরিস্থিতি কেমন
পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার সকালে পঞ্জাবের আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আবারও বলেন, ‘‘সন্ত্রাসবাদী হামলা হলে ভারত চুপ করে বসে থাকবে না। নিজের শর্তে জবাব দেবে। ভারত পরমাণু হামলার হুমকি সহ্য করবে না। এবং সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের আলাদা করে দেখবে না ভারত।’’ অন্য দিকে, ভারতের আক্রমণে ১১ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাশাপাশি, ৪০ জন সাধারণ মানুষও প্রাণ হারিছেন বলে দাবি তাদের। এর মধ্যে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজ চলছে। তিন পাকিস্তানি জঙ্গির ছবি ছাপিয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সর্বত্র পোস্টার দিয়েছে পুলিশ। জারি রয়েছে তল্লাশি অভিযান। আজ নজরে থাকবে সীমান্ত পরিস্থিতি।
নবান্নে মমতার নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক
আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসবে। নবান্নে বিকেল ৪টে নাগাদ ওই বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ভারত-পাক সংঘাতের আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে নবান্নকে। মন্ত্রিসভার এই বৈঠক তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী তাঁর সতীর্থদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন। আজ এই খবরে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাজ্যের ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে
আজ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। দুপুর ২টো নাগাদ এই মামলাটির শুনানি হবে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। এর আগে ১৭ বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। এই অবস্থায় আজ শুনানি শুরু হয় কি না এবং আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।
শনিবার থেকে আবার শুরু আইপিএল, সব দলের খবর
শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘর্ষের কারণে মাঝপথে স্থগিত করে দেওয়া হয়েছিল প্রতিযোগিতা। প্রথম দিনই নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবসর ঘোষণার পর এই প্রথম মাঠে নামবেন কোহলি। আপাতত সব দলের প্রাথমিক লক্ষ্য বিদেশি ক্রিকেটারদের ফিরিয়ে আনা। কোন দলের কী পরিস্থিতি? আইপিএলের সব খবর।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি গবইয়ের শপথ
আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করবেন বিচারপতি বিআর গবই। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে কার্যকালের মেয়াদ শেষ হয়েছে বিচারপতি সঞ্জীব খন্নার। তাঁর উত্তরসূরি হিসাবে আজ ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি গবই। তবে প্রধান বিচারপতির চেয়ারে বিচারপতি গবইয়ের মেয়াদ খুব বেশি দিনের নয়। শপথগ্রহণের পর থেকে ছ’মাস তিনি ওই পদে থাকতে পারবেন। তার পর তিনিও অবসর নেবেন। বিচারপতি গবইয়ের অবসর ২০২৫ সালের নভেম্বর মাসে। মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি গবই বম্বে হাই কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ২০০৩ সালে। দীর্ঘ ১৫ বছর সেখানে কাজ করেছেন। তার পর ২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। শীর্ষ আদালতে আসার প্রায় ৬ বছর পরে প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনি।