ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান এবং পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্বের পরিস্থিতি কোন দিকে যাবে
‘অপারেশন সিঁদুরে’র পরবর্তী সময়ে গত কয়েক দিনে জম্মু ও কাশ্মীরের জোড়া অভিযানে ছ’জন জঙ্গির মৃত্যু হয়েছে। সোপিয়ানের অভিযানে মৃতদের মধ্যে দু’জন স্থানীয় জঙ্গি হলেও তাদের লশকরের সঙ্গে যোগ রয়েছে বলে সূত্রের দাবি। অপর অভিযানে মৃতদের সঙ্গে জইশ-যোগ মিলেছে বলে খবর। সোপিয়ানের জঙ্গল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেনেড এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি হলেও উত্তেজনা কমেনি। সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে টানা নিশানা করে যাচ্ছে ভারত। সম্প্রতি পাকিস্তানকে প্রায় ১০০ কোটি ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুরের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ)। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আইএমএফ-কে অনুরোধ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁর অভিযোগ, পাক সরকার মুরিদকে এবং বহাওয়ালপুরের দুই জঙ্গি সংগঠন লশকর-এ-ত্যায়বা এবং জইশ-ই-মহম্মদের ঘাঁটি পুনর্নিমাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। এই অবস্থায় ভারত-পাক কূটনৈতিক সংঘাত কোন দিকে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।
বিকাশ ভবনের কাছে চাকরিহারাদের বিক্ষোভ
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যেরা। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। শুক্রবার ধিক্কার দিবস পালন করেন তাঁরা। সেখানে ঝান্ডা ছেড়ে পাশে ছিল বিজেপি। উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের দাবি সামনে রেখে অধিবেশন শুরুর দিনে বিধানসভা অচল করার ডাক দেন তিনি। অন্য দিকে, বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের সামনে লাঠিচার্জের প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করে পুলিশ। এ বার আন্দোলন কোন পথে সে দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
নজরে বাণিজ্য চুক্তি, আলোচনায় বসবে কি ভারত এবং আমেরিকা
দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আজ ফের আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে ভারত এবং আমেরিকার। ওয়াশিংটনে আজ থেকে চার দিনের বাণিজ্য-আলোচনা শুরু হওয়ার কথা দু’দেশের। ভারতীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গত মার্চে ওয়াশিংটনে গিয়েছিলেন। বস্তুত, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে গত বেশ কয়েক মাস ধরে দফায় দফায় আলোচনা হয়েছে দু’দেশের। আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদলও ভারত থেকে ঘুরে গিয়েছে। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ট্রাম্পের দাবি, আমেরিকা নাকি ভারতের থেকে নিঃশুল্ক বাণিজ্যের প্রস্তাব পেয়েছিল। গত বৃহস্পতিবার ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘‘দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার জটিল আলোচনাপর্ব চলছে।’’ এখনও বিষয়টির নিষ্পত্তি হয়নি বলেও জানান বিদেশমন্ত্রী। এই অবস্থায় বৃহস্পতিবার ভারত-আমেরিকা বাণিজ্য-আলোচনা হয় কি না, হলে কোন কোন বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে আজ।
আইপিএলের প্রত্যাবর্তন, কোহলিদের বিরুদ্ধে কেকেআরের মরণ-বাঁচন ম্যাচ
আজ থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। মরণ-বাঁচন ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। জিততে না পারলেই প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যাবে কলকাতার। কেকেআরের সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টেস্ট থেকে অবসর ঘোষণার পর এই প্রথম নামছেন কোহলি। বেঙ্গালুরুতে ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমতে পারে কি
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রাও বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। তার পরের তিন দিনে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি।