Advertisement
E-Paper

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার তদন্ত ঘিরে বিতর্ক। বাণিজ্যচুক্তি। ২১ জুলাই। আবহাওয়া। ছোটদের টেস্ট। আর কী কী

ইতিমধ্যে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং সংবাদ সংস্থা রয়টার্সের তীব্র সমালোচনা করে পাইলটদের সংগঠন দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস (এফআইপি) তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথেও হেঁটেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

অহমদাবাদ বিমান দুর্ঘটনার জন্য কি দায়ী ছিলেন পাইলটই? নাকি ককপিটে কোনও সমস্যা ছিল? ইতিমধ্যে এ নিয়ে দেশবিদেশের সংবাদমাধ্যমগুলিতে বিস্তর আলোচনা শুরু হয়েছে। সেই সব রিপোর্টকে ‘অনুমানমূলক’ এবং ‘অসম্পূর্ণ’ বলে উড়িয়ে দিয়েছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। ইতিমধ্যে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং সংবাদ সংস্থা রয়টার্সের তীব্র সমালোচনা করে পাইলটদের সংগঠন দ্য ফেডারেশন অব ইন্ডিয়ান পাইলটস (এফআইপি) তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথেও হেঁটেছে। তাদের দাবি, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই গত ১২ জুন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জন্য পাইলটদের দায়ী করা হয়েছে। এ জন্য আইনি নোটিস পাঠিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং রয়টার্সকে ক্ষমাও চাইতে বলেছে পাইলটদের ওই সংগঠন। এ বার তদন্ত কোন পথে এগোয়, নজর থাকবে সে দিকে।

বাণিজ্যচুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আরও এক দফা আলোচনা শেষ হয়েছে ভারতের। এই নিয়ে পাঁচ দফা আলোচনা হল নয়াদিল্লি এবং ওয়াশিংটনের। পিটিআই সূত্রে খবর, গত ১৪-১৭ জুলাই ওয়াশিংটনে আমেরিকার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রতিনিধিরা। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানা যায়নি। চুক্তির বিষয়ে দু’পক্ষই আশাবাদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েক বার ইতিবাচক আভাসও দিয়েছেন। এ অবস্থায় দু’দেশের বাণিজ্যিক সমঝোতা কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে আজ।

আগামিকাল (২১ জুলাই) তৃণমূলের কর্মসূচির জন্য শেষ মূহূর্তের প্রস্তুতি চলছে শাসকদলের অন্দরে। দূরবর্তী জেলাগুলি থেকে ইতিমধ্যে দলের অনেক কর্মী-সমর্থক পৌঁছে গিয়েছেন কলকাতায়। পূর্ব কলকাতা এবং সল্টলেকের কিছু জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আজ তৃণমূলের আরও কর্মী-সমর্থক পৌঁছে যাবেন কলকাতায়। বিকেলে ধর্মতলায় সভাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার শিয়ালদহ এবং হাওড়া স্টেশন হয়ে দলের অনেক কর্মী-সমর্থক আসবেন। তাঁদের জন্য সেখানে ক্যাম্পের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, হাই কোর্টের নির্দেশ মেনে যানজটের সমস্যা এড়াতে মিছিলগুলির বিষয়ে কিছু ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে শাসকশিবিরকে। সোমবারের কর্মসূচির আগে তৃণমূলের প্রস্তুতির দিকে নজর থাকবে আজ।

আজ হালকা থেকে মাঝারি বর্ষণের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। বাকি জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি না হলেও ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে কোনও কোনও জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তিন দিন পর শুরু ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। প্রথম তিনটে টেস্টের পর ভারত ১-২ ফলে পিছিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টারে হারলেই সিরিজ়ও হেরে যাবে ভারত। ড্র করলে শুভমন গিলের দলের কাছে আর সিরিজ় জেতার সুযোগ থাকবে না। ফলে ভারতের সামনে মরণ-বাঁচন লড়াই। দুই দলের প্রস্তুতির সব খবর।

আজ আবার মাঠে নামবে বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের দ্বিতীয় টেস্ট ম্যাচ আজ থেকে শুরু। এটাই সিরিজ়ের শেষ ম্যাচ। প্রথম টেস্ট ড্র হয়েছিল। চার দিনের এই ম্যাচ শুরু বিকেল ৩:৩০ থেকে।

News of the Day Ahmedabad Plane Crash India-US Trade Deal 21 July Mamata Banerjee Alipore Weather Office India-England Test Series Vaibhav Suryavanshi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy