Advertisement
E-Paper

দেশ জুড়ে চালু ‘নতুন প্রজন্মের’ জিএসটি। ট্রাম্পের ভিসানীতি-বিতর্ক। দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস... আর কী

ট্রাম্পের নয়া ঘোষণার পরে যে বিদেশিরা কর্মসূত্রে আমেরিকায় থাকেন, কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন— মাথায় হাত পড়েছে তাঁদের। আমেরিকায় ফেরার হিড়িক পড়ে গিয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ থেকে দেশে পণ্য এবং পরিষেবা কর (জিএসটি)-এর নতুন হার কার্যকর হল। নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে। তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে। কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কি না, তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে। সেই সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছে, নতুন প্যাকেট বা মোড়কের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে। এই ভাবে ২২ সেপ্টেম্বরের আগেই তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে। প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিদেশিদের আমেরিকায় গিয়ে কাজ করার জন্য এইচ-১বি ভিসার প্রয়োজন। কিন্তু সেই ভিসার নিয়মেই এ বার কড়াকড়ি করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার থেকে এইচ-১বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে এককালীন এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে নেবে আমেরিকার সরকার। ট্রাম্পের নয়া ঘোষণার পরে যে বিদেশিরা কর্মসূত্রে আমেরিকায় থাকেন, কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন— মাথায় হাত পড়েছে তাঁদের। আমেরিকায় ফেরার হিড়িক পড়ে গিয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

কলকাতা লিগে আজ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে ইউনাইটেড এসসি-র বিরুদ্ধে ড্র করলেই লিগ জিতে যাবে লাল-হলুদ। আজই শেষ হচ্ছে এ বারের কলকাতা লিগ। খেলা ইস্টবেঙ্গল মাঠে। বিকেল ৩টে থেকে খেলা শুরু। ট্রফির লড়াইয়ে থাকছে ইউনাইটেড এসসি-ও। তারা ইস্টবেঙ্গলকে হারাতে পারলে কলকাতা লিগ জিতবে। তবে ডায়মন্ড হারবার জিতলেও কোনও সুযোগ থাকছে না।

এশিয়া কাপে গ্রুপ পর্বের পর সুপার ফোরেও পাকিস্তানকে হারাল ভারত। পর পর দু’টি রবিবার পাকিস্তানকে হারাল সূর্যকুমার যাদবের দল। ভারতের পরের ম্যাচ বুধবার বাংলাদেশের বিরুদ্ধে। তার আগে থাকছে ভারতীয় দলের সব খবর। সুপার ফোর পর্বের দু’টি ম্যাচ শেষ হল। শনিবার প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। ফলে চাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আজ, সোমবার কোনও খেলা নেই।

দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে, আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর আগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্তত চারটি জেলায় আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতাতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

News of the Day GST US Visa Calcutta League Asia Cup 2025 India-Pakistan Weather Update H1B Visa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy