Advertisement
E-Paper

ভারত বনাম পাকিস্তান। গাজ়া থেকে ইউক্রেন। ‘যুদ্ধ’ প্যারিসেও। বৃষ্টি হবে। আছে আইপিএল-ও...আর কী

বিভিন্ন দেশে ঘুরছেন শাসক এবং বিরোধী শিবিরের সাংসদেরা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও বিদেশসফর শুরু করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংঘর্ষবিরতির পরেও কাটেনি দ্বন্দ্ব, কূটনৈতিক স্তরে ভারত-পাক লড়াই অব্যাহত

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির পরেও দু’দেশের মধ্যে দ্বন্দ্ব কাটেনি। সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতের অভিযোগ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে নয়াদিল্লি। বিভিন্ন দেশে ঘুরছেন শাসক এবং বিরোধী শিবিরের সাংসদেরা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও বিদেশসফর শুরু করেছেন। তুরস্কের পাশাপাশি আজ়ারবাইজান, ইরান এবং তাজিকিস্তানও রয়েছে শাহবাজ়ের সফরসূচিতে। ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক সামরিক সংঘর্ষের পরবর্তী সময়ে পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে আজ।

ইজ়রায়েলি আক্রমণে মুমূর্ষু গাজ়া, আন্তর্জাতিক চাপ কি বাড়বে?

গাজ়ায় ইজ়রায়েলি হানা অব্যাহত। রবিবারও নতুন করে গাজ়ার বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজ়রায়েলি সেনার বিরুদ্ধে। রবিবারের হামলায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস। একই সঙ্গে, খাদ্যাভাবে ভুগছে গাজ়া। বিশ্বের বিভিন্ন দেশের ‘চাপে’ কিছুটা নমনীয় হয়েছে ইজ়রায়েলি প্রশাসন। গাজ়ায় ত্রাণ এবং মানবিক সহায়তার প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। যদিও সেই ত্রাণ যথেষ্ট নয়। আজ গাজ়া পরিস্থতির দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি চলবে বাংলায়, বানভাসি দিল্লিতেও বৃষ্টি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তাল হবে সমুদ্রও। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে। বুধবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরের আট জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। জলমগ্ন রাস্তা। কোথাও কোথাও উপড়ে গিয়েছে গাছ। ব্যাহত বিমান চলাচল। আজও দিল্লি জুড়ে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।

আইপিএলে প্রথম দুইয়ে ওঠার লড়াই পঞ্জাব, মুম্বইয়ের

আইপিএলে সোমবার মুখোমুখি পঞ্জাব কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে পঞ্জাব যদি জিতে যায় তা হলে প্রথম দুইয়ে তাদের জায়গা নিশ্চিত হয়ে যাবে। মুম্বই জিতলে তারাও প্রথম দুইয়ে শেষ করার দৌড়ে ঢুকে পড়বে। প্রথম দুইয়ে শেষ করতে সব দলই চায়। কারণ কোয়ালিফায়ার ১-এ জিতলে সরাসরি ফাইনাল খেলা যায়। হারলে বাড়তি একটি সুযোগ পাওয়া যায়। পঞ্জাব-মুম্বইয়ের ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

ফরাসি ওপেনে নামছেন সিনার, আলকারাজ়

সোমবার ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে খেলতে নামবেন ইয়ানিক সিনার। প্রতিপক্ষ আর্থার রিন্ডারনেচ। সেই ম্যাচ সম্ভাব্য শুরুর সময় রাত ১১.৪৫। তার আগে খেলতে নামবেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ়‌। ইটালির জিউলিয়ো জেপ্পিয়েরির বিরুদ্ধে তাঁর খেলা শুরু দুপুর ৩.৪০ থেকে। এ ছাড়া নামবেন চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজ। মেয়েদের বিভাগে পঞ্চম বাছাই ইগা শিয়নটেক, পাওলো বাদোসা, ম্যাডিসন কিজ়েরা খেলবেন। ম্যাচগুলি দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে।

ইউক্রেনে ‘বৃহত্তম’ হামলা রাশিয়ার, আলোচনায় জল ঢেলে চলবে সংঘাত?

শনিবার রাতে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আছড়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিভে। রুশ সেনার হামলায় তছনছ শহরের বিভিন্ন অংশ। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশঙ্কা, সেই সংখ্যা আরও বাড়তে পারে। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় পর্ব চলছে। সেই আবহেই রুশ সেনার হামলা নিয়ে প্রশ্ন উঠছে। সংঘাত প্রশমনে দুই দেশের মধ্যে কথা শুরু হয় কি না, কিংবা রুশ হামলার তীব্রতা আরও বাড়ে কি না, সে দিকে আজ নজর থাকবে।

News of the Day India-Pakistan Tension Israel-Hamas Conflict Depression Tata IPL 2025 Tennis Russia-Ukraine War
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy