Advertisement
E-Paper

জাপানে মোদী, কোন পথে নয়াদিল্লির কূটনীতি। আদালতে জীবনকৃষ্ণ। ইউএস ওপেন টেনিস। আবহাওয়া। আর কী

দু’দিনের সফরে জাপানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভারতে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দু’দিনের সফরে জাপানে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন তিনি। ভারতে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার। বেশ কিছু সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়েছে দু’দেশের মধ্যে। আলোচনা হয়েছে সেমিকন্ডাক্টর, খনিজ, ওষুধ, টেলিযোগাযোগ প্রযুক্তি-সহ অন্য দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে। আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপড়েন এবং বিশ্ব বাণিজ্যিক সমীকরণের দিক থেকে এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। শনিবারও জাপানেই থাকছেন মোদী। দু’দিনের জাপান-সফর শেষে রবিবার তিনি যাবেন চিনে। মোদীর বিদেশ সফর সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার হয়েছেন। সিবিআইয়ের পরে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে। তাঁর ছ’দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ। আজই তাঁকে আবার আদালতে হাজির করানো হবে।

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে নামছেন শীর্ষ বাছাই জানিক সিনার। তাঁর সামনে ২৭ নম্বর ডেনিস সাপোভালভ। পুরুষদের সিঙ্গলসে রয়েছে তৃতীয় বাছাই আলেকজান্ডার জেরেভের খেলাও। তিনি খেলবেন ২৫ নম্বর ফেলিক্স অগার আলিয়াসিমের বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় বাছাই কোকো গফ খেলবেন ২৮ নম্বর ম্যাগডেলিনা ফ্রেচের বিরুদ্ধে। দ্বিতীয় বাছাই ইগা শিয়নটেকের সামনে ২৯ নম্বর বাছাই আনা কালিন্সকায়া। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

চলছে দলীপ ট্রফির দু’টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আজ তৃতীয় দিনের খেলা। পূর্বাঞ্চলের মুখোমুখি উত্তরাঞ্চল। এই ম্যাচে খেলছেন মহম্মদ শামি। অন্য ম্যাচে লড়াই মধ্যাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলের। উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল দুই দলই বড় রান করেছে। আজ খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়োহটস্টার অ্যাপে।

কলকাতা ফুটবল লিগে আরও একটা কঠিন ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। আজ সবুজ-মেরুনের সামনে পাঠচক্র। আগের ম্যাচে হেরে যাওয়া মোহনবাগান আজ পয়েন্ট নষ্ট করলে আরও সমস্যায় পড়বে। সুপার সিক্সে ওঠার রাস্তা আরও কঠিন হবে। ন’ম্যাচে তাদের পয়েন্ট ১৪। পাঠচক্রের ১০ ম্যাচে ১৬ পয়েন্ট। নৈহাটিতে খেলা শুরু বিকেল ৩টে থেকে।

আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জেলার সব জায়গায় তা হবে না। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করা না হলেও চলবে ঝড়বৃষ্টি। আজ উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।

News of the Day PM Narendra Modi Jiban Krishna Saha US Open 2025 Duleep Trophy Mohun Bagan Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy