Advertisement
E-Paper

সংসদের বাদল অধিবেশন। সিরিজ় বাঁচানোর লড়াই ভারতের। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ। আর কী নজরে

আজ সকাল ১১টা থেকে আবার শুরু হবে অধিবেশন। এক দেশ, এক ভোট নিয়ে বৈঠকে বলতে পারে যৌথ সংসদীয় কমিটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সোমবারের পর মঙ্গলবারও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা শুরু হয় সংসদে। বিতর্কে যোগ দিয়ে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। অন্য দিকে, কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, তৃণমূলের সায়নী ঘোষও বক্তৃতা করেন। আজ সকাল ১১টা থেকে আবার শুরু হবে অধিবেশন। এক দেশ, এক ভোট নিয়ে বৈঠকে বলতে পারে যৌথ সংসদীয় কমিটি।

কাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ় ড্র করার লক্ষ্যে নামবে শুভমন গিলের ভারত। তারা ১-২ ফলে সিরিজ়ে পিছিয়ে রয়েছে। এই টেস্ট জিততে না পারলে সিরিজ় হারতে হবে ভারতকে। ওভালে নামার আগে প্রথম দিনের অনুশীলনেই বিতর্কে জড়িয়েছেন কোচ গৌতম গম্ভীর। এক মাঠকর্মীর সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। দেখা যায় তিনি আঙুল তুলে ওই মাঠকর্মীকে কিছু বলছেন। টানটান উত্তেজনার সিরিজ়ের সব খবর।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আজ উৎক্ষেপণ করা হবে ভারত এবং আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহ। এটির নাম দেওয়া হয়েছে ‘নাসা-ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার’ (নিসার)। দু’দেশের মহাকাশ গবেষণা সংস্থা মিলিত ভাবে এটি তৈরি করেছে। বছরের যে কোনও মরসুমে, দিনে হোক বা রাতে, মহাকাশ থেকে পৃথিবীর উচ্চমানের ছবি তুলতে সক্ষম এই কৃত্রিম উপগ্রহটি। ভারতের জিএসএলভি-এফ১৬ রকেটে করে ‘নিসার’কে পাঠানো হচ্ছে মহাকাশে। মহাকাশ গবেষণায় ভারত এবং আমেরিকার পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এটি অন্যতম একটি ধাপ বলে মনে করা হচ্ছে।

উত্তর বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সরে এসেছে ঘূর্ণাবর্ত। দোসর রয়েছে অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহে ভারী বৃষ্টি হতে পারে। সেখানে জারি করা হয়েছে সতর্কতা।

News of the Day Indian Parliament Operation Sindoor 2025 One Nation One Election India-England Test Series NASA ISRO Weather Today
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy