গত বছর পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলায় ৪০ সিআরপি জওয়ানের মৃত্যু হয়েছিল। পরবর্তী কালে ভারতের এয়ার স্ট্রাইক, ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দর বর্তমানের ধরা পড়া এবং ফিরে আসা ঘিরে কার্যত ভারত-পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এ বার সেই হামলায় জড়িত এক জইশ জঙ্গীকে গুলি করে মারল জম্মু-কাশ্মীর পুলিশ। ইদ্রিস, হায়দার, লম্বুর মতো একাধিক নাম থাকলেও ‘ফৌজি ভাই’ নামেই বেশি পরিচিত ছিল এই জঙ্গি। বুধবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার কঙ্গন গ্রামের আসতান মহল্লায় একটি বাড়িতে তাকে গুলি করে মারে পুলিশ। ফৌজি ভাইয়ের সঙ্গে থাকা তার নিরাপত্তারক্ষীরাও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলওয়ামায় সিআরপি কনভয়ে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছিল। কয়েক দিন আগেই উপত্যকায় প্রায় একই রকম একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হননি। অগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে এটাই ছিল সেই অর্থে বড় জঙ্গি কার্যকলাপ। ওই বিস্ফোরণের পরেই পুলিশ ও গোয়েন্দাদের অনুমান ছিল, উপত্যকায় নতুন করে জঙ্গি কার্যকলাপ পরিকল্পনা ও তৎপরতা শুরু করেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলি।
জঙ্গিদের কার্যকলাপ নিয়ন্ত্রণে আতে সোর্স ও ইন্টেলিজেন্স নেটওয়ার্ক জোরদার করা হয়। তাতেই খোঁজ মেলে ফৌজি ভাইয়ের। পুলওয়ামার কঙ্গন গ্রামে একটি ‘নিরাপদ আস্তানা’য় রয়েছে বলে খোঁজ পায় পুলিশ। তার পরেই বুধবার অভিযানে নামে পুলিশ। বিশাল বাহিনী নিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। তার পর গুলি করে মারা হয় ফৌজি ভাইকে।