ছত্তীসগঢ়ের নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল মাওবাদী নেতা নর সিংহচলম ওরফে সুধাকরের। বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের বিজাপুরে জাতীয় উদ্যানে একটি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। ওই অভিযানেই মৃত্যু হয় মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা সুধাকরের। তিনি মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সুধাকরের মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা।
তেলঙ্গানা, ছত্তীসগঢ় এবং মহারাষ্ট্রে সক্রিয় ছিলেন সুধাকর। দীর্ঘ দিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছিলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বিজাপুরের জঙ্গলে অভিযান শুরু করে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোবাহিনী ‘কোবরা’ও রয়েছে ওই অভিযানে। জঙ্গলে ওই অভিযানের সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় মাওবাদীদের। মৃত মাওবাদী নেতার নাম এখনও পর্যন্ত সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, বিজাপুরের ওই অভিযানে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরের মৃত্যু হয়েছে।
গত মাসেই অপর এক শীর্ষ মাওবাদী নেতা তথা সিপিআই (মাওবাদী)-র সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর মৃত্যু হয়েছিল নিরাপত্তাবাহিনীর অভিযানে। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। ছত্তীসগঢ়ের নারায়ণপুরের অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন তিনি। ওই অভিযানে বাসবরাজের পাশাপাশি আরও ২৯ মাওবাদীর মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন:
মে মাসের ওই অভিযানটি নিরাপত্তাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ, তিন দশকের লড়াইয়ে এই প্রথম কোনও অভিযানে সাধারণ সম্পাদক পদমর্যাদার কোনও মাওবাদী নেতার মৃত্যু হয়। তা নিয়ে নিরাপত্তাবাহিনীকে অভিনন্দনও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত মাসে মাওবাদী দমন অভিযানে ওই সাফল্যের পর বৃহস্পতিবার আরও এক শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হল নিরাপত্তাবাহিনীর অভিযানে।