প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অঘটন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে কর্তব্যরত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন মহারাষ্ট্র পুলিশের এক সাব-ইনস্পেক্টর (এসআই)। মোহন যাদব নামের ওই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ধারাশিব জেলার উমরগা শহরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মহারাষ্ট্রের আবগারি দফতরের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলছিল। সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মোহন। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে অভিবাদন জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশকর্মীরা। অন্য সহকর্মীদের সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন মোহনও। সেই সময় হঠাৎই পিছন দিকে হেলে পড়ে যান তিনি। বাকি পুলিশকর্মীরা তৎপর হয়ে তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা মোহনকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পিছন দিকে হেলে পড়ে যাচ্ছেন ওই পুলিশকর্মী। এই ঘটনায় হতচকিত অন্য পুলিশকর্মীরা তাঁকে ধরে তোলার চেষ্টা করছেন। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)
প্রাথমিক ভাবে চিকিৎসকেরা মনে করছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে মহারাষ্ট্র পুলিশের ওই সাব ইনস্পেক্টরের। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, হাসিখুশি স্বভাবের জন্য সহকর্মীরা মোহনকে পছন্দ করতেন। সোমবার সকাল পর্যন্ত তাঁর আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি কেউ। তা-ই তাঁর মৃত্যুর খবরে হতবাক অনেকেই।