Advertisement
০৫ মে ২০২৪

ট্রেজারির বন্ধ বাক্সে দ্বিতীয় বৃহত্তম খড়্গ

জমে থাকা খড়্গ যাচাই করতে গিয়ে মিলল ‘অমূল্য রতন’। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ খড়্গ মিলল নগাঁও ট্রেজারির বাক্সে। বিশ্বের সর্ববৃহৎ নথিভুক্ত গন্ডারের খড়্গও অসমেরই। তবে তা এখন লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। রাজ্যে গন্ডারের খড়্গ পরীক্ষার কাজ চলছে।

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০৩:৫০
Share: Save:

জমে থাকা খড়্গ যাচাই করতে গিয়ে মিলল ‘অমূল্য রতন’। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ খড়্গ মিলল নগাঁও ট্রেজারির বাক্সে। বিশ্বের সর্ববৃহৎ নথিভুক্ত গন্ডারের খড়্গও অসমেরই। তবে তা এখন লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। রাজ্যে গন্ডারের খড়্গ পরীক্ষার কাজ চলছে। নগাঁও ট্রেজারিতে রাখা ২০৬টি খড়্গ পরীক্ষা হয়েছে। তার মধ্যে একটির ওজন তিন কেজিরও বেশি। খড়্গটির বাইরের দিকের বাঁকানো অংশের দৈঘ্য ৪৫ সেন্টিমিটার, গোড়ার পরিধি ৬০ সেন্টিমিটার। খড়্গ যাচাই কমিটি জানিয়েছে, বিশ্বে নথিভুক্ত খড়্গের মধ্যে ব্রিটিশ মিউজিয়ামে রাখা অসমের গন্ডারের খড়্গটি একমাত্র এই খড়্গের চেয়ে বড়। সেটির দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার। ১৯০৯-এ তা সংগ্রহ করা হয়েছিল। ওই খড়্গটির ওজন নথিভুক্ত নেই। নগাঁওয়ের খড়্গটি ১৯৮২ সালে সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE