দলের সম্মেলন ও সাধারণ সভার খরচ বহনের জন্য তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) নেতারা প্রতীকী রূপে মজুরের কাজের দায়িত্ব নিয়েছেন। এর আগেই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও ঘোষণা করেছিলেন, তিনিও এই ধরনের কাজ করে অর্থ সংগ্রহে সাহায্য করবেন।
তেলঙ্গানার তথ্য-প্রযুক্তি মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী-পুত্র রামা রাও গত কাল আইসক্রিম পার্লারে আইসক্রিম বিক্রি করেন। তৈরি করেন ফলের রসও। তাঁর তৈরি আইসক্রিম ও ফলের রস কেনেন লোকসভার সদস্য মল্লা রেড্ডি ও দলের অন্য নেতারা। তাঁরা মন্ত্রীকে সাড়ে সাত লক্ষ টাকাও দেন। রাজ্যের অন্য জায়গাতেও এই ধরনের কাজ করছেন টিআরএসের নেতারা। মুখ্যমন্ত্রী বলেন, এই নিয়ে দু’বার এই বিষয়ে উদ্যোগী হল দল। সমাজকর্মী থেকে মুখ্যমন্ত্রী-সকলেই দু’দিন ধরে এই কাজ করবেন। ১৪-২০ এপ্রিল ‘মজুরদের দিন’ বলে পালন করা হবে। ২১ এপ্রিল হায়দরাবাদে দলের সম্মেলন ও ২৭ এপ্রিল ওয়ারাঙ্গলে একটি বড় জনসভা হওয়ার কথা।