এ বার বদলে যেতে চলেছে রেলের টিকিট পরীক্ষকদের উর্দির রং। অর্থাত্ চিরাচরিত কালো ব্লেজার, সাদা শার্ট-প্যান্টে আর দেখা যাবে না তাঁদের।
রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি জানিয়েছেন, অবিলম্বে রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে নতুন ইউনিফর্ম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পরে তা চালু হবে বাকিদের ক্ষেত্রেও। তাঁর মতে, টিকিট পরীক্ষকরাই রেলের ‘ফ্রন্টলাইন স্টাফ’। যাত্রীদের সঙ্গে জনসংযোগ রক্ষার প্রথম ধাপেই থাকেন এঁরা। তাই প্রথমে টিকিট পরীক্ষকদের ‘দর্শনধারি’ করে তুলতে এবং শতাব্দি প্রচীন উর্দির একঘেয়েমি কাটাতে এর রঙে বদল আনা হচ্ছে।
কেমন হবে নতুন এই ইউনিফর্ম?