দেড় সপ্তাহ আগের সেই আতঙ্ক আবার তাড়া করল দিল্লিমুখী ইন্ডিগোর একটি বিমানের যাত্রীদের! রবিবার বিকেলে রাজধানী দিল্লিতে ধুলোঝড়ের সময় সাময়িক ভাবে বিঘ্নিত হয় বিমান পরিষেবা। ওই সময় ছত্তীসগঢ়ের রায়পুর থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ইন্ডিগোর একটি বিমান। সংবাদ সংস্থা এএনআই সমাজমাধ্যমে জানিয়েছে, দিল্লিতে অবতরণের ঠিক আগেই ধুলোঝড়ের মধ্যে পড়ে বিমানে প্রবল ঝাঁকুনি হয়। গত ২১ মে এমনই এক দুর্যোগের সময় শিলাবৃষ্টির জেরে দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বিমানের সামনের অংশ ভেঙে গিয়েছিল। পাইলটের তৎপরতায় যাত্রীরা রক্ষা পেয়েছিলেন। যদিও রবিবার তেমন কোনও বিপত্তি ঘটেনি।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটি অবতরণের সময় প্রবল ঝাঁকুনির মধ্যে পড়তেই দ্রুত সেটিকে আবার উপরের দিকে নিয়ে যান পাইলট। আকাশেই কিছু ক্ষণ ঘুরপাক খাওয়ার পর বিমানটিকে নিরাপদে অবতরণ করানো হয় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের ভিতরের একটি ভিডিয়োও প্রকাশ করেছে এএনআই। সেখানে দেখা যাচ্ছে বিমানটির মধ্যে বেশ ঝাঁকুনি অনুভূত হচ্ছে। বিমানের পাইলট ঘোষণা করছেন, হাওয়ার গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই কারণে তিনি বিমানটি অবতরণ করাতে গিয়েও ফের উপরের দিকে উঠিয়ে নেন। আবহাওয়া পরিষ্কার না-হওয়া পর্যন্ত আকাশেই ঘুরতে থাকে বিমানটি। উড়ান সংস্থার তরফে এ বিষয়ে কোনও মন্তব্য এখনও করা হয়নি।
আরও পড়ুন:
প্রতিকূল আবহাওয়ার কারণে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দিল্লিগামী অন্তত চারটি বিমানের যাত্রাপথ বদল করতে হয়েছে বলে সূত্রের খবর। সরকারি হিসাবে, সফদরগঞ্জে ঝড়ের গতি ছিল ৬৭ কিলোমিটার প্রতি ঘণ্টা, পালমে (বিমানবন্দর এলাকায়) ছিল ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের গতি সবচেয়ে বেশি ছিল প্রগতি ময়দান চত্বরে, প্রায় ৭৬ কিলোমিটার প্রতি ঘণ্টা।