দিল্লির ইন্দ্রপুরী এলাকার ফাঁকা রাস্তা দিয়ে ভোরবেলায় হেঁটে যাচ্ছেন এক মহিলা। হুট করে উল্টোদিক থেকে কালো রঙের বাইকে করে এল দুই যুবক। তার পর মহিলার দিকে বাইক ঘুরিয়ে নিল। সেই বাইক থেকে এক জন নেমে এসে হেঁটে যাওয়া ওই মহিলাকে পিছন থেকে চেপে ধরল। সেই সময় বাইকে স্টার্ট দিয়ে পাশেই অপেক্ষা করছেন অপরজন। ধ্বস্তাধ্বস্তিতে মাটিতে পড়ে গেলেন ওই মহিলা। আর ওই ব্যক্তি মহিলার গলা থেকে হার খুলে নিয়ে বাইকে চেপে চম্পট দিল।
সম্প্রতি ছিনতাইয়ের এই ঘটনা সাতসকালে ঘটেছে রাজধানীর বুকে। গোটা ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ছিনতাইয়ের পর রাস্তায় পড়ে রয়েছেন ওই মহিলা। আর সাহায্য চাইছেন। সে সময় ওই এলাকা দিয়ে যাওয়া দুই পথচারী মহিলাকে পড়ে থাকতে দেখে ছুটে এলেন তাঁর কাছে।
দেখুন দিল্লির ইন্দ্রপুরী এলাকার ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ-
#WATCH CCTV: Bike borne assailants snatch a woman's chain in Delhi's Inderpuri area (13.5.19) pic.twitter.com/EaNJLCxG1v
— ANI (@ANI) May 16, 2019
আরও পড়ুন: সহপাঠীদের দিয়ে ছাত্রীকে ১৬৮ চড়! শ্রীঘরে অভিযুক্ত শিক্ষক