ছত্তীসগঢ়ের বিজাপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই মাওবাদী নেতার। শনিবার পুলিশের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। ওই দুই নেতার নাম হিডমা পো়ড়িয়াম (৩৪) এবং মুন্না মড়কম (২৫)। দু’জনের মাথার দাম ছিল ১৬ লক্ষ টাকা। মুখোমুখি সংঘর্ষ (এনকাউন্টার)-এর পর দু’জনের ডেরা থেকে বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।
বিজাপুরের পুলিশ সুপার (এসপি) জিতেন্দ্রকুমার যাদব জানান, শুক্রবার জেলার দক্ষিণ-পশ্চিম দিকের জঙ্গলে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’-এর সদস্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাওবাদীদের। নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ওই দু’জনের।
আরও পড়ুন:
দেশের অন্যান্য অংশে প্রভাব কমলেও ছত্তীসগঢ়ের বিজাপুর-সহ বিস্তীর্ণ অংশে সক্রিয় ছিল মাওবাদীরা। তবে নিরাপত্তাবাহিনীর একের পর এক অভিযানে এখন সেখানেও কোণঠাসা তারা। চলতি বছরেল এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৪৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। কেবল ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনেই মৃত্যু হয়েছে ২১২ জনের।
বৃহস্পতিবারই ছত্তীসগঢ়ের মৈনপুর থানা এলাকায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয় নিষিদ্ধ সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য মদেম বালকৃষ্ণ ওরফে মনোজের। তাঁর মাথার দাম ছিল ১ কোটি ৮০ লক্ষ টাকা। ওই অভিযানে মৃত্যু হয় আরও ন’জন মাওবাদীরও।