আমেরিকায় বসবাসকারী অবৈধবাসী ভারতীয়দের নিয়ে শনিবার রাতে অমৃতসর বিমানবন্দরে নামে মার্কিন সামরিক বিমান। সেই বিমানে ১১৬ জন অবৈধবাসী ভারতীয়ের মধ্যে ছিলেন খুনের ঘটনায় অভিযুক্ত দু’জনও। মধ্যরাতে অমৃতসরের শ্রী গুরু রামদাস বিমানবন্দরে মার্কিন বিমান অবতরণ করার পরে ওই দু’জনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই অভিযুক্তের নাম সন্দীপ এবং প্রদীপ। তাঁরা পঞ্জাবেরই পটিয়ালার বাসিন্দা। ২০২৩ সালের একটি খুনের ঘটনায় নাম জড়ায় ওই দু’জনের। কিন্তু তাঁরা ফেরার ছিলেন। বিমানে দুই অভিযুক্ত আছেন এই খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। সেইমতো বিমান থেকে নামতেই হাতেনাতে গ্রেফতার করা হয় তাঁদের।
প্রসঙ্গত, আমেরিকায় অবৈধ ভাবে বাস করা বিভিন্ন দেশের নাগরিকদের সংশ্লিষ্ট দেশগুলিতে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ১১৬ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে অবতরণ করে আমেরিকার সামরিক বিমান সি১৭ গ্লোবমাস্টার তিন। এই ১১৬ অবৈধবাসীর মধ্যে ৬৫ জনই পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন। এ ছাড়া, গুজরাতের আট জন, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে দু’জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীর থেকে এক জন করে রয়েছেন।
আরও পড়ুন:
এর আগে গত ৫ ফেব্রুয়ারি আমেরিকার পাঠানো সামরিক বিমানে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীর অধিকাংশকে হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয় বলে অভিযোগ ওঠে। তা নিয়ে বিতর্কও কম হয়নি। আমেরিকা সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অবৈধবাসী সমস্যা নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারত জানায়, আমেরিকা-ফেরত এই অভিবাসীদের গ্রহণ করতে তারা প্রস্তুত।