Advertisement
১৯ এপ্রিল ২০২৪
crime

‘আরেক বার গানটা বাজান’ বলতেই গুলি করে দিল দিল্লির ডিজে

বারবার একই গান বাজানোর অনুরোধ। ক্ষিপ্ত হয়ে দুই যুবককে গুলি করল ডিস্ক জকি।

গ্রাফিক: তিয়াসা দাস

গ্রাফিক: তিয়াসা দাস

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ১৪:৪৭
Share: Save:

বারবার একই গান বাজানোর অনুরোধ। ক্ষিপ্ত হয়ে দুই যুবককে গুলি করল ডিস্ক জকি।

রবিবার রাত সাড়ে দশটা নাগাদ পশ্চিম দিল্লির পালামে এই ঘটনা ঘটেছে। একটি পারিবারিক অনুষ্ঠানে আনা হয়েছিল ডিজে। সেখানেই অক্ষয় নামে এক ডিজে-কে ‘তামাঞ্চে পে ডিস্কো’ গানটি বারবার বাজাতে বলছিলেন শ্যাঙ্কি ভরদ্বাজ ও তাঁর তুতো ভাই তুষার ভরদ্বাজ।

পুলিশ সূত্রে খবর, বারবার একই গান বাজাতে বলায় অক্ষয় বিরক্ত হচ্ছিল একটা সময়ের পর ওই ডিস্কো থেকের কর্মী সঞ্জয় শর্মা ও আশিস শর্মাকে ঘটনাটি জানায়। আচমকাই ওই দু’জন এসে গুলি চালায় বছর তেইশের শ্যাঙ্কি ও বছর ষোলোর ভরদ্বাজের উপরে।

আরও পড়ুন: বুলন্দশহরে পুলিশ খুনের পিছনে বজরং-ভিএইচপি যোগ! গ্রেফতার পাঁচ, শহরে ১৪৪ ধারা​

পেটে গুলি লাগে ওই দুই ভাইয়ের। অভিযুক্তরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

ডিসিপি দেবেন্দ্র আর্য বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তে ভেসে যাচ্ছিল দুই ভাইয়ের দেহ। উদ্ধার করে দ্বারকার হাসপাতালে পাঠানো হয় দু’জনকে।

আরও পড়ুন:‘মার মার করে ওরা ছুটে আসছিল, প্রাণ বাঁচাতে স্যরকে ছেড়েই পালাই’

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দু’জনেই, জানিয়েছে পুলিশ। সোমবার রাতে পশ্চিম দিল্লির তিনটি আলাদা জায়গা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুধুমাত্র একই গান বাজানোর অনুরোধেই কি গুলি করেছিল অভিযুক্তরা, নাকি পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Crime Shot Violence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE