Advertisement
১৩ সেপ্টেম্বর ২০২৪
Anantnag Gunfight

কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত দুই জওয়ান, চলছে তল্লাশি অভিযান

কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনা জওয়ানদের। শনিবার বিকেলের এই গুলিযুদ্ধে দু’জন জওয়ান আহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ২০:১৭
Share: Save:

কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনা জওয়ানদের। শনিবার বিকেলের এই গুলিযুদ্ধে দু’জন জওয়ান নিহত হয়েছেন বলে সেনা সূত্রে খবর।

শনিবার বিকেলে জঙ্গিদমন অভিযানে বেরিয়েছিল সেনার বিশেষ বাহিনী। অনন্তনাগ জেলার কোকেরনাগ অঞ্চলের জঙ্গলে চলছিল তল্লাশি অভিযান। সেই সময়েই জঙ্গিদের দিক থেকে সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালান জওয়ানেরাও। গুলি লেগে নিহত হন দু’জন। সেনা সূত্রে খবর, এখনও গুলির লড়াই চলছে। ওই জঙ্গলে আরও বেশি সংখ্যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। ওই জঙ্গলে কয়েক জন জঙ্গি ঘাঁটি গেড়েছেন বলে খবর পাওয়ার পরেই অভিযান চালানো হয়।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে এই কোকেরনাগের জঙ্গলেই জঙ্গিদের গুলির লড়াইয়ে সেনাবাহিনীর এক জন কম্যান্ডিং অফিসার, এক জন মেজর এবং এক জন ডিএসপির মৃত্যু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anantnag jammu & kashmir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE