শুধু পড়াশোনা নয়, খাদ্যাভ্যাস এবং ‘চরিত্রের’ বিচারে সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটি বিশেষ স্বর্ণপদক দেওয়া নিয়ে কয়েক দিন ধরে বিতর্ক চলছিল। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অরবিন্দ শালিগ্রাম বিষয়টি স্বীকার করে নিয়ে জানিয়েছেন, বিজ্ঞপ্তিটি নতুন নয়। ১০ বছর আগে চালু হওয়া ‘যোগ মহাঋষি রাষ্ট্রীয় কীর্তঙ্কর রামচন্দ্র গোপাল সেলার’ ওরফে ‘সেলার মামা’ স্বর্ণপদকটি একটি পারিবারিক অনুদান থেকে দেওয়া হত। তবে এই নিয়ে আপত্তি ওঠার পর সেলার পরিবারকে ওই শর্ত তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হবে। তিনি বলেন, সেলার পরিবার অনুরোধ না মানলে প্রয়োজনে ওই পুরস্কার বন্ধ করে দেওয়া হবে।
২০০৬ সালে সেলার পরিবারের দেওয়া ১ লক্ষ ২০ হাজার টাকায় জোড়া স্বর্ণপদক পুরস্কার চালু হয়। স্নাতক স্তরে বিজ্ঞান শাখায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুই কৃতীকে ওই পদক দেওয়া হতো। তার মধ্যে ‘সেলার মামা’ পদকটির ক্ষেত্রে মেধার পাশাপাশি আবেদনকারীর আরও কয়েকটি বিষয় খতিয়ে দেখা হত। যেমন পড়ুয়া নিরামিষাশী কি না, মদ্যপান করেন কি না, ‘সুচরিত্রের’ অধিকারী কি না। সম্প্রতি বিষয়টি সামনে আসায় হইচই শুরু হয়।