Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Uddhav Thackeray

‘মহারাষ্ট্র-কর্নাটক সীমানা বিবাদ নিয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন’, মোদীকে বললেন উদ্ধব

কর্নাটকের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সীমানা সমস্যা চলছে মহারাষ্ট্রের। দু’রাজ্যেরই দাবি, তাদের কিছু অংশ অন্য রাজ্যে চলে গিয়েছে যেগুলোর আদতে অন্য রাজ্যে থাকার কথা ছিল।

মহারাষ্ট্র সফরের আগে মোদীকে নিশানা উদ্ধব ঠাকরের।

মহারাষ্ট্র সফরের আগে মোদীকে নিশানা উদ্ধব ঠাকরের। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১৯:৩৯
Share: Save:

মহারাষ্ট্র-কর্নাটন সীমানা বিবাদে এ বার ঢুকে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শনিবার, এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার ডাক দিলেন মোদীকে। তিনি বলেন, ‘‘সীমানা নিয়ে আপনার ভাবনা কী, শুনতে চায় মহারাষ্ট্র। দেরি না করে অবস্থান স্পষ্ট করুন।’’

জালনা জেলায় একটি কলেজে সাহিত্য বাসরের উদ্বোধন করতে হাজির হন শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব। সেখানেই তিনি প্রধানমন্ত্রীকে অবস্থান স্পষ্ট করার ডাক দেন। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী নাগপুর-মুম্বই এক্সপ্রেসওয়ের উদ্বোধনের জন্য রবিবার আসছেন। আমরা তাঁকে রাজ্যে স্বাগত জানাই। এই সফরকালে তাঁকে স্পষ্ট করতে হবে, মহারাষ্ট্র-কর্নাটক সীমানা নিয়ে তিনি কী ভাবছেন? রাজপথের উদ্বোধনে এসে তিনি এ ব্যাপারে আলোকপাত করবেন আশা করছি।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘কর্নাটকের মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর (মোদী) কথা বলা দরকার। কারণ তিনি মহারাষ্ট্রের সীমানার মধ্যে থাকা একাধিক গ্রামকে কর্নাটকের বলে দাবি করছেন।’’

সম্প্রতি মহারাষ্ট্রের সঙ্গে কর্নাটকের সীমানা নিয়ে গোলমাল বড় আকার নিচ্ছে। তবে এই সমস্যা নতুন নয়। ১৯৫৭-তে রাজ্যের সীমানা পুনর্বিন্যাসের সময় থেকেই দুই রাজ্যের মধ্যে এ নিয়ে সমস্যা চলছে। মহারাষ্ট্রের অভিযোগ, অধিকাংশ মরাঠি ভাষাভাষীর মানুষের বসবাস সত্ত্বেও সীমানাবর্তী কিছু অংশ কর্নাটককে দেওয়া হয়েছিল। যা ফেরানোর দাবি করে মহারাষ্ট্র। অন্য দিকে, সেই এলাকাগুলো কর্নাটকের রাজ্য ভুক্ত বলে দাবি সেই রাজ্যের। স্বভাবতই এই বিবাদ মেটানো যায়নি। এ বার তা নিয়েই প্রধানমন্ত্রীকে অবস্থান স্পষ্ট করার ডাক দিলেন একদা মোদীর জোটসঙ্গী উদ্ধব।

উদ্ধব কলেজিয়াম পদ্ধতিরও পাশে দাঁড়িয়েছেন। আর তা করতে গিয়ে দেশের আইনমন্ত্রী এবং উপরাষ্ট্রপতিরও সমালোচনা করেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি আইনমন্ত্রী কিরেণ রিজিজু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় কলেজিয়ামের বিরোধিতা করেছিলেন। নাম না করে তাঁদের দু’জনকে কটাক্ষ করে উদ্ধব বলেন, ‘‘বিচারকেরা বিচারককে বেছে নেবেন না তো কি প্রধানমন্ত্রী বাছবেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uddhav Thackeray Shibsena BJP PM Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE