Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দশমীতেই ধাক্কা দিতে চান উদ্ধব

আজ উদ্ধবের বাসভবন ‘মাতশ্রী’তে বিধায়ক ও সাংসদদের বৈঠক বসে। সিংহভাগ নেতা বলেন, যে ভাবে পেট্রোল-ডিজেল ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারি বাড়ছে, কৃষকদের অবস্থা শোচনীয়— এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে থাকলে দায় শিবসেনার উপরেও পড়বে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৪:৪৬
Share: Save:

ফের হুমকি শিবসেনার। উদ্ধব ঠাকরের দল কেন্দ্র ও মহারাষ্ট্রের সরকারের বিরুদ্ধে তোপ দেগে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করে থাকে, কিন্তু সরকারের থেকে সমর্থন তোলে না। তবে এ বারের হুমকি অন্য বারের থেকে আলাদা বলেই শিবসেনা সূত্রের দাবি। দশমীতে শিবসেনার সভাতেই কোনও ‘বড়’ সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন উদ্ধব।

আজ উদ্ধবের বাসভবন ‘মাতশ্রী’তে বিধায়ক ও সাংসদদের বৈঠক বসে। সিংহভাগ নেতা বলেন, যে ভাবে পেট্রোল-ডিজেল ও অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারি বাড়ছে, কৃষকদের অবস্থা শোচনীয়— এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে থাকলে দায় শিবসেনার উপরেও পড়বে। মানুষ প্রশ্ন তুলছে, বিজেপির সঙ্গ ছাড়তে শুধু ফাঁপা হুমকি দেয় শিবসেনা। কেন সরকার ছেড়ে বেরিয়ে আসে না? উদ্ধব তখন নেতাদের জানান, তিনি খুব তাড়াতাড়ি কোনও পদক্ষেপ করবেন। পরে দলের নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘শীঘ্রই উদ্ধব ঠাকরে বড় কোনও সিদ্ধান্ত নেবেন।’’

তবে কবে, কী সিদ্ধান্ত— তা এখনই বলছেন না সঞ্জয়। দলের সূত্রের মতে, দশমীতে শিবসেনার বার্ষিক সভা। বালসাহেবের সময় থেকে ফি-বছর নিয়ম করে এই সভা হয়। সেখানে উদ্ধব বিজেপিকে নিয়ে অবস্থান জানাতে পারেন। বিজেপি অবশ্য একে গুরুত্ব দিতে রাজি নয়। দিল্লিতে দলের এক নেতার মন্তব্য, ‘‘হুমকি দেওয়া শিবসেনার অভ্যাস। পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে নিজেদের দূরে রাখতে চায় তারা। আশা করি, সমাধান সূত্র বেরিয়ে আসবে।’’ বিজেপি সূত্রের দাবি, এনসিপির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ছে দেখেই অস্বস্তিতে পড়েছে শিবসেনা। মহারাষ্ট্রের চিনি সমবায়ের নির্বাচনে এনসিপির সঙ্গে মিলে লড়ছে বিজেপি। আর মহারাষ্ট্রের বিধানসভায় অঙ্কের হিসেব বলছে, শিবসেনা ছেড়ে গেলেও এনসিপির সাহায্যে সরকার বাঁচিয়ে নিতে পারবে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE