এক মাসেরও বেশি সময় ধরে কেরলের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল ব্রিটেনের এফ-৩৫ যুদ্ধবিমান। যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি উড়তে পারেনি। তবে সে জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে অর্থ দিয়েছে ব্রিটিশ রয়্যাল নেভি। সেই অঙ্ক নেহাত কম নয়। সংবাদমাধ্যম সিএনবিসি-টিভি ১৮ বলছে, প্রতি দিন বিমানবন্দর কর্তৃপক্ষকে ২৬ হাজার ২৬১ টাকা দিয়েছে ব্রিটিশ জেট।
১৪ জুন থেকে তিরুঅনন্তপুরমের বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল ব্রিটিশ নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। ৬ জুলাই সেটিকে মেরামতির জন্য বিমানবন্দর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই ২৩ দিনে ব্রিটিশ নৌবাহিনীকে বিমানবন্দরে যুদ্ধবিমান রাখার ভাড়া বাবদ মোট ৮.৬ লক্ষ টাকা দিতে হয়েছে।
৬ জুলাই ব্রিটিশ নৌবাহিনীর ২৪ জন বিশেষজ্ঞের একটি দল তিরুঅনন্তপুরম বিমানবন্দরে যায়। তাঁদের মধ্যে ১৪ জন ছিলেন প্রযুক্তিবিদ, ১০ জন বিমানকর্মী। যুদ্ধবিমানের সমস্যাগুলি খতিয়ে দেখেন তাঁরা। সেখানেই বিমানটি মেরামত করে ওড়ানো সম্ভব, না কি অন্য বিমানের পেটে ঢুকিয়ে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তা খতিয়ে দেখে বিশেষজ্ঞ দলটি। গত সপ্তাহে এক ভারতীয় প্রশাসনিক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এপি জানায়, আগামী সপ্তাহের মধ্যে বিমানটিকে সারিয়ে ব্রিটেনে ফেরত পাঠানো যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:
গত ১৫ জুন জ্বালানি কম থাকায় কেরলে জরুরি অবতরণ করে ব্রিটেনের রয়্যাল নেভির যুদ্ধবিমানটি। অবতরণের পরে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। আগেও ব্রিটেন থেকে সামরিক ইঞ্জিনিয়ারের দল আসে ভারতে। তবে যান্ত্রিক ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি।
এফ-৩৫বি হল বিশ্বের অন্যতম দামি এবং উন্নতমানের যুদ্ধবিমান। অত্যন্ত সঙ্কীর্ণ জায়গার মধ্যে থেকেও তা উড়তে বা নামতে পারে। মার্কিন সংস্থা ‘লকহেড মার্টিন’ এই বিমান তৈরি করে থাকে। মূলত আমেরিকা, ব্রিটেন এবং নেটো বাহিনীর কাছে এই বিমান রয়েছে। এই বিমানের পার্কিংয়ের জন্যও বড় অঙ্ক গুনতে হল ব্রিটেনের নৌবাহিনীকে।