নির্মীয়মান দোকানের পিলার ভেঙে গুরুতর আহত হলেন এক পথচারী যুবক। বুধবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুর জেলার সরাফা বাজারে। সেই ঘটনার ভিডিয়ো বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে সংবাদ সংস্থা এএনআই। তা দেখে শিউরে উঠছেন নেটাগরিকরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছেন দুই তরুণ। হঠাৎই একটি পিলার ভেঙে পড়ল। এক যুবকের কোনও মতে বেঁচে গেলেও অন্য জনের মাথায় পড়েছিল পিলারটি। আঘাতের জেরে সঙ্গে সঙ্গে সেখানেই লুটিয়ে পড়েন ওই তরুণ। সঙ্গে সঙ্গে আশপাশের লোকেরা জড়ো হন। তার পর তাঁকে সেখান থেকে তুলে আরবিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন ওই যুবক।
নির্মাণকাজ চলার সময়ই পিলার ভেঙেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা নিয়ে পুলিশের এক অফিসার বলেছেন, ‘‘ওই বাজারে একটি দোকানের নির্মাণকাজ চলছিল। তখনই তিনতলা থেকে একটি পিলার ভেঙে পড়ে। ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ওই দোকানের মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’’ দেখুন সেই ভিডিয়ো—
#WATCH | An under-construction pillar in a market in Rajasthan's Bharatpur, collapses on a pedestrian passing by from below (16.12.2020) pic.twitter.com/N4knEBRU65
— ANI (@ANI) December 17, 2020