প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার কেন্দ্রীয় স্পনসরড স্কিম (সিএসএস)-এর প্রথম পর্যায়ের অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার পরিচালিত মেডিক্যাল কলেজ, স্বতন্ত্র স্নাতকোত্তর প্রতিষ্ঠান এবং সরকারি হাসপাতালগুলিকে এমন ভাবে শক্তিশালী ও উন্নত করা হবে, যাতে ৫০০০ স্নাতকোত্তর আসন বৃদ্ধি পায়।
বর্তমান সরকারি মেডিক্যাল কলেজগুলিকে উন্নত করার জন্যও সিএসএস সম্প্রসারণ করা হবে, তাতে ৫০২৩টি এমবিবিএস আসন বৃদ্ধি পাবে। প্রতিটি আসনের জন্য ব্যয়সীমা হবে ১ কোটি ৫০ লক্ষ টাকা। একই সঙ্গে এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সালের পঞ্চদশ অর্থ কমিশন মেয়াদের জন্য মোট ২২৭৭.৩৯৭ কোটি টাকা ব্যয়ে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগ, বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (ডিএসআইআর/ সিএসআইআর) এবং ‘সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন’ সংক্রান্ত প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পটি সিএসআইআর দ্বারা বাস্তবায়িত হবে এবং সারা দেশের সমস্ত গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান, জাতীয় পরীক্ষাগার, জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশিষ্ট প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলি এর অন্তর্ভুক্ত হবে। এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়, শিল্প, জাতীয় গবেষণা ও উন্নয়ন পরীক্ষাগার এবং সারস্বত প্রতিষ্ঠানে জীবিকা গড়তে আগ্রহী তরুণ ও উৎসাহী গবেষকদের জন্য একটি বিস্তৃত মঞ্চ তৈরি করবে। বিশিষ্ট বিজ্ঞানী এবং অধ্যাপকদের দ্বারা পরিচালিত এই প্রকল্প বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা এবং গণিত বিজ্ঞান ক্ষেত্রেও বিকাশকে উৎসাহিত করবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)