Advertisement
০৪ মে ২০২৪

মমতাকে পুতনা রাক্ষসী বললেন কেন্দ্রীয় মন্ত্রী

গতকাল লোকসভায় তাঁর বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁসির রানি বলেছিলেন তৃণমূলের সাংসদ দীনেশ ত্রিবেদী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৩৬
Share: Save:

গতকাল লোকসভায় তাঁর বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁসির রানি বলেছিলেন তৃণমূলের সাংসদ দীনেশ ত্রিবেদী। আজ এই সূত্র ধরে তৃণমূলনেত্রীকে তীব্র শব্দে আক্রমণ করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেছেন, ‘‘মমতার সঙ্গে ঝাঁসির রানির তুলনা করা, রানিকেই গালি দেওয়ার সমান। উনি পুতনা (রাক্ষসী) হতে পারেন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টও হতে পারেন। কিন্তু ঝাঁসির রানি কখনওই নন।’’

কেন্দ্রীয় মন্ত্রীর এই আক্রমণাত্মক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। যিনি মমতাকে ঝাঁসির রানি আখ্যা দিয়েছিলেন, সেই দীনেশ ত্রিবেদী আজ বলেন, ‘‘এতটাই অসভ্য যে ব্যক্তি, তার বক্তব্যের কোনও প্রতিক্রিয়া দেওয়াটাই উচিত নয়। এরা নিজেদের হিন্দুত্বের এজেন্ট বলে। আগে ভারতীয় সংস্কৃতিটা তো শিখুক। মমতা বন্দ্যোপাধ্যায় কী, সেটা বুঝতে এই গিরিরাজ সিংহকে সাত বার জন্মাতে হবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE