লখিমপুর খেরি মামলায় অভিযুক্ত মন্ত্রীপুত্র আশিস মিশ্রের বিরুদ্ধে অভিযোগ গুরুতর হলেও তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। তা ছাড়া আশিসের বিরুদ্ধে এটাই প্রথম বড় অভিযোগ। অতএব তাঁকে জামিন দেওয়ার মধ্যে অন্যায় কিছু দেখছে না উত্তরপ্রদেশ সরকার।
সোমবার সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্তকারী দল আশিসের জামিন খারিজের যে আবেদন আদালতে করেছিল তার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি মহেশ জেঠমলানি বলেছেন, “গুরুতর হলেও এটি অভিযুক্তের প্রথম অপরাধ। তাই আশিসের এই অবস্থায় দেশ ছেড়ে পালানোর কোনও রকম ঝুঁকি নেই।”
ইলাহাবাদ হাই কোর্টের প্রতিনিধিরা জানতে পেরেছেন, ঘটনাস্থলে গুলি চালানো হয়েছিল। যদিও তদন্তে জানা গেছে, আহত বা নিহতদের শরীরে কোথাও গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।