গ্রাম পঞ্চায়েতের বৈঠক হয়। কিন্তু বৈঠকে কী আলোচনা হল, তা অন্যান্য সরকারি বৈঠকের মতো অনেক ক্ষেত্রেই নথিবদ্ধ হয় না। এ বার এই সমস্যার সমাধানে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে চলেছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক।
গ্রাম পঞ্চায়েতের বৈঠকের আলোচনা এ বার কৃত্রিম মেধার সাহায্যে নথিবদ্ধ হয়ে থাকবে। শুধু ইংরেজি নয়, বাংলা-সহ ভারতের ১৩টি ভাষাতে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা মৌখিক ভাবে যা আলোচনা করবেন, তা নথিবদ্ধ হয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বৈঠকে বসার আগে আগের দিনের বৈঠকের আলোচনা দেখে নিতে পারবেন। এ জন্য স্বাধীনতা দিবসের আগে বৃহস্পতিবার ‘সভাসার’ নামে কৃত্রিম মেধা প্রযুক্তিতে চলে, এমন একটি অ্যাপ চালু করতে চলেছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজের উদ্যোগে তৈরি এই নতুন ব্যবস্থায় ‘ভাষিণী’ নামক কেন্দ্রীয় সরকারের ভারতীয় ভাষা অনুবাদ মিশনকে কাজে লাগানো হবে।
সরকারি সূত্রের বক্তব্য, নতুন ব্যবস্থায় পঞ্চায়েত স্তরে যে আলোচনা হবে, সেখান থেকে মূল সিদ্ধান্ত ও কর্মসূচি চিহ্নিত করে বৈঠকের আলোচ্য বিষয় তৈরি করে ফেলা সহজ হবে। স্থানীয় ভাষাতেই নথি তৈরি হবে। যাতে গ্রাম পঞ্চায়েত সদস্যদের কাজের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়। ভবিষ্যতে আরও আঞ্চলিক ভাষা যোগ হবে। স্বাধীনতা দিবসে যে বিশেষ গ্রাম সভার বৈঠক হবে, সেখানে সভাসার নামের এই ব্যবস্থা চালু করার জন্য কেন্দ্র সব রাজ্যকে অনুরোধ করেছে। প্রথম ধাপে ত্রিপুরার ১১৯৪টি গ্রাম পঞ্চায়েত এই অ্যাপ কাজে লাগাতে চলেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)