নিজের বিধানসভা ক্ষেত্রে নির্বাচনী প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তাড়া খেয়ে ফিরতে হল বিজেপি বিধায়ককে। উত্তরপ্রদেশের মুজফফরনগরের ঘটনা।
খাটাউলির বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সৈনী বুধবার একটি সভা করতে গিয়েছিলেন তাঁর বিধানসভা ক্ষেত্রের মনব্বরপুর গ্রামে। বিধায়ক পৌঁছতেই গ্রামবাসীদের ক্ষোভের আঁচ গিয়ে পড়ে তাঁর উপর। বিধায়ককে দেখামাত্রই তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গ্রামবাসীরা। বিধায়কও বেজায় চটে যান বিক্ষোভের মুখে পড়ে। ফলে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ বিক্ষোভকারীদের চাপে পড়ে সভা না করেই খাটাউলি থেকে বেরিয়ে আসেন।