Advertisement
০৭ মে ২০২৪
National News

মায়াবতীকে শাল দিলেন অখিলেশ, অশালীন ইঙ্গিত বিজেপি নেতার

সোমবার একটি অনুষ্ঠানে বিএসপি সুপ্রিমো মায়াবতীকে শাল উপহার দেন অখিলেশ যাদব। সেই ঘটনাকেই মঙ্গলবার কটাক্ষের সুরে আক্রমণ করেন এম এন পাণ্ডে। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম, কেউ এক জন অখিলেশের বক্তব্য হিসেবে লিখেছেন, এটা সেই শাল, যেটা আমার বাবা গেস্ট হাউসে খুলে দিয়েছিলেন।’’

মায়াবতীকে শাল পরিয়ে দিচ্ছেন অখিলেশ যাদব। ছবি: এপি

মায়াবতীকে শাল পরিয়ে দিচ্ছেন অখিলেশ যাদব। ছবি: এপি

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৫:১৩
Share: Save:

জোট ঘোষণা করেছেন অখিলেশ-মায়াবতী। তার কয়েক দিন পরই আবার প্রিয়ঙ্কা গাঁধীর সক্রিয় রাজনীতিতে আসার ঘোষণা হয়েছে। কুম্ভমেলায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে চমক দিতে চাইছে বিজেপিও। লোকসভা আসনের নিরিখে দেশের সবচেয়ে বড় রাজ্যে ভোটের আগে রাজনীতির বাতাবরণ তুঙ্গে। কিন্তু তার মধ্যেই চলছে কুকথার স্রোতও। ফের লখনউয়ের‘গেস্ট হাউস কাণ্ড’ তুলে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোটকে খোঁচা দিলেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি এম এন পাণ্ডে।

সোমবার একটি অনুষ্ঠানে বিএসপি সুপ্রিমো মায়াবতীকে শাল উপহার দেন অখিলেশ যাদব। সেই ঘটনাকেই মঙ্গলবার কটাক্ষের সুরে আক্রমণ করেন এম এন পাণ্ডে। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় দেখলাম, কেউ এক জন অখিলেশের বক্তব্য হিসেবে লিখেছেন, এটা সেই শাল, যেটা আমার বাবা গেস্ট হাউসে খুলে দিয়েছিলেন।’’

১৯৯৫ সালে এসপি-বিএসপি জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় বিএসপি। সেই আক্রোশে লখনউয়ে মীরাবাঈ গেস্ট হাউসে মায়াবতীর উপর হামলা চালিয়েছিল সমাজবাদী পার্টির কিছু নেতা-কর্মী। সে দিন মায়াবতীকে চূড়ান্ত অপদস্ত করা হয় বলে অভিযোগ। রাজনৈতিক শিবিরে এই ঘটনাই লখনউ গেস্ট হাউস কাণ্ড বলে পরিচিত। উত্তরপ্রদেশের বিজেপি প্রধান এম এন পাণ্ডে এ দিন সেই ঘটনাই তুলে ধরে অখিলেশ-মায়াবতীকে একসঙ্গে আক্রমণ করেছেন।

আরও পড়ুন: অযোধ্যায় ‘অ-বিতর্কিত’ জমি ফেরাতে কেন্দ্রের আর্জি সুপ্রিম কোর্টে

আরও পড়ুন: অসুস্থ বাবাকে নিয়ে রাতভর দৌড় সাব-ইনস্পেক্টরের, সরকারি বিমা শুনেই মুখ ফেরাল ৪ হাসপাতাল

৩৮-৩৮ ফর্মুলায় উত্তরপ্রদেশে বিএসপি-এসপি জোট ঘোষণার পর থেকেই বিজেপি তীব্র আক্রমণ করে চলেছে। সেই আক্রমণের ভাষা অনেক সময় রাজনৈতিক শিষ্টাচারের মাত্রাও ছাড়িয়ে যাচ্ছে। কয়েক দিন আগেও বিজেপির মহিলা বিধায়ক সাধনা সিংহ মায়াবতীকে ওই লখনউ গেস্ট হাউস কাণ্ডের প্রসঙ্গ তুলে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন। মায়াবতী ‘মহিলাও নন, পুরুষও নন’ বলে মন্তব্য করেন তিনি। যদিও পরে তার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। তা ছাড়া নীচু স্তরের নেতারাও আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এবার সেই তালিকায় যোগ হল বিজেপির উত্তরপ্রদেশের শীর্ষ নেতার নামও।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Akhilesh Yadav Mayawati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE