উত্তরপ্রদেশে ব্রাহ্মণ বিধায়কদের আলাদা করে বৈঠকে দলীয় নেতৃত্ব যে ক্ষুব্ধ, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিজেপি সভাপতি পঙ্কজ চৌধরি। তিনি বলেন, জাতি, সমাজ বা ধর্মের ভিত্তিতে বিজেপি রাজনীতি করে না। ভবিষ্যতে কেউ এ ধরনের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। এই বিতর্কের মধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা ব্রাহ্মণ নেতা ব্রজেশ পাঠক। যা নিয়েও নতুন করে জল্পনা ছড়িয়েছে। যদিও পাঠকের দাবি, তিনি আগামী ৪-১১ জানুয়ারি বারাণসীতে জাতীয় ভলিবল প্রতিযোগিতায় থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণজানাতে এসেছিলেন।
দিন কয়েক আগে কুশিনগরের বিধায়ক পি এন পাঠক তাঁর লখনউয়ের বাড়িতে স্ত্রীর জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছিলেন। তাতে শুধুমাত্র ব্রাহ্মণ বিধায়ক ও নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাৎপর্যপূর্ণ হল, বৈঠকে অন্য দলের ব্রাহ্মণ বিধায়কেরাও যোগ দেন। কুর্মি নেতা পঙ্কজ চৌধরি রাজ্য সভাপতি হওয়ায় ব্রাহ্মণদের গুরুত্ব আরও কমবে, এমন আশঙ্কা থেকেই ওই বৈঠক বলে জল্পনা শুরু হয়।
পরিস্থিতি সামলাতে মুখ খুলেছেন পঙ্কজ। তিনি বলেন, ‘‘দল সাম্প্রতিক নৈশভোজ-রাজনীতিকে সমর্থন করে না। তাই যাঁরা এর উদ্যোক্তা ছিলেন, তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে।’’ পঙ্কজের মতে, এ ধরনের উদ্যোগে সমাজে ভুল বার্তা যায়। তাই ভবিষ্যতে কোনও নেতা এ ধরনের কাজ করলে দল শাস্তিমূলক পদক্ষেপ করবে। কারণ, বিরোধী এসপি, বিএসপি যেখানে জাতভিত্তিক রাজনীতিতে ব্যস্ত তখন বিজেপির মূল লক্ষ্য উন্নয়ন ও রাষ্ট্রবাদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)