Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Uttar Pradesh

Lucknow: বিরল ‘রাপুনজেল সিনড্রোম’-এ আক্রান্ত কিশোরী, পেট থেকে বার হল দু’কেজি চুল

পরিবারের লোকেরাও জানিয়েছেন, মানসিক ভাবে অসুস্থ মেয়ের দিকে সব সময় নজর রাখা সম্ভব হয় না।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ১৩:১১
Share: Save:

প্রায় দু’কেজি চুল! ছিল পেটের মধ্যেই। ১৭ বছরের মেয়েটি আক্রান্ত হয়েছে বিরল ‘রাপুনজেল সিনড্রোম’-এ। সেই মেয়েকেই প্রাণে বাঁচালেন লখনউ হাসপাতালের চিকিৎসকেরা। অস্ত্রোপচার করে বার করলেন দু’কেজি চুল। শেষ কয়েক দিন ধরে পেটে ব্যথা হচ্ছিল তার, গ্যাস হচ্ছিল শরীরে। তাই নিয়েই হাসপাতালে সিটি স্ক্যান করাতে নিয়ে গিয়েছিলেন ওই কিশোরীর পরিবারের লোকেরা। তাতেই ধরা পড়ে এই বিরল রোগের কথা।

চিকিৎসক এসআর সমাদ্দার বলেছেন, ‘‘আমি এন্ডোস্কপি করে এই চুলের বলের সন্ধান পাই। মুখে কোনও ভাবে চুল ঢুকে গিয়েছিল কি না, প্রশ্ন করি ওই মেয়েটিকে। সে এমন কোনও ঘটনার কথা মনে করতে পারেনি। মানসিক সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের শরীরে এমন সমস্যা মাঝে মধ্যে দেখা যায়। সেই কারণেই বার বার প্রশ্ন করতে থাকি। শেষে মেয়েটি স্বীকার করে, চুল টেনে খেয়ে ফেলার প্রসঙ্গ।’’

যদিও অস্ত্রোপচার করার পর আপাতত সুস্থই আছে মেয়েটি। পরিবারের লোকেরাও জানিয়েছেন, মানসিক ভাবে অসুস্থ মেয়ের দিকে সব সময় নজর রাখা সম্ভব হয় না। কখন সে আপন খেয়ালে চুল খেয়ে ফেলে, তা দেখা হয়নি বলেই হয়তো এই পরিস্থিতি হয়েছে। এ বার থেকে অন্য রকম ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন বলেও জানিয়েছেন পরিবারের লোকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Girl child Mental Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE