পাশাখেলায় হেরে গিয়ে দ্রৌপদীকে বাজি রেখেছিলেন পঞ্চপাণ্ডব। মহাভারতের সেই কাহিনিই বাস্তব হয়ে ধরা দিল উত্তরপ্রদেশে। সেখানে স্ত্রীকে বাজি রেখে বন্ধু এবং আত্মীয়ের সঙ্গে জুয়া খেলতে বসেছিলেন এক ব্যক্তি। হেরে গিয়ে নিজে শাস্তি ভোগ করা তো দূর, উল্টে বন্ধু এবং আত্মীয়কে দিয়ে বাজি রাখা স্ত্রীকেই গণধর্ষণ করালেন তিনি! এমনটাই অভিযোগ উঠল উত্তরপ্রদেশের জৌনপুর জেলায়।
বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন নির্যাতিতা। কিন্তু অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। উপায় না দেখে সরাসরি আদালতের দ্বারস্থ হন ওই মহিলা। সেখান থেকে নির্দেশ আসার পর এফআইআর নেয় জাফরাবাদ থানা।
নিজের অভিযোগে নির্যাতিতা জানিয়েছেন, জাফরাবাদেরই বাসিন্দা তিনি। মদ্যপানের বদভ্যাস রয়েছে তাঁর স্বামী। বাড়িতে মদের আসরও বসাতেন তিনি। সেখানে যাতায়াত ছিল অরুণ নামে তাঁর এক বন্ধু এবং অনিল নামে তাঁদের এক আত্মীয়ের। মদ্যপান করার সময় সম্প্রতি জুয়া খেলছিলেন তাঁরা। সেখানে আচমকাই তাঁকে বাজি রেখে বসেন স্বামী। হেরে গেলে ওই দু’জনকে দিয়ে তাঁকে গণধর্ষণ করান।