মন্ত্রীমশাই দলবল নিয়ে কানপুর দেহাতে বন্যা বিধ্বস্ত মানুষকে বলতে গিয়েছিলেন, স্বয়ং গঙ্গা তাঁদের দুয়ারে এসেছেন। এতে স্বর্গবাস একেবারে সুনিশ্চিত। অবশ্য জনতা তাঁদেরও সেই স্বর্গসুখের ভাগ দিতে চাইলে আমন্ত্রণে সাড়া না দিয়েই ফিরে এসেছেন মন্ত্রী।
ভারী বৃষ্টিতে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। বিপর্যস্ত অবস্থা গঙ্গার বিস্তীর্ণ দু’পারের অসংখ্য মানুষের। এলাকা ধরে ধরে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রীরা পরিস্থিতি পরিদর্শনের ভার পেয়েছেন। সেই সুবাদেই যোগী আদিত্যনাথের জোটসঙ্গী নিষাদ পার্টির শীর্ষনেতা, মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদ কানপুর দেহাত জেলায় গিয়েছিলেন সরকারি দলবল নিয়ে। সেখানেই এই কাণ্ড! ঘটনার ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, জলবন্দি মানুষ মন্ত্রীকে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন। তারই মধ্যে মন্ত্রী বলছেন, “আপনারা সবাই গঙ্গার সন্তান। গঙ্গা নদী পা ধুইয়ে দিতে আপনাদের দুয়ারে উপস্থিত। এ জন্য আপনারা সরাসরি স্বর্গে যাবেন।” দেখা গিয়েছে, মন্ত্রীর সহচর প্রশাসনিক দলের এক মহিলা এই কথা আরও খোলসা করে এক বৃদ্ধাকে বোঝাতে যাচ্ছেন। আর তাঁকে থামিয়ে দিয়ে সেই বৃদ্ধা বলছেন, “তা আপনি নিজেই মা গঙ্গার আশীর্বাদ একটু নিন না আমাদের সঙ্গে এখানে থেকে গিয়ে।”
বিরোধীদের তির ও সমাজমাধ্যমে অনবরত কটাক্ষের মুখে পড়ে অবশ্য মন্ত্রীর ব্যাখ্যা, “বন্যা প্রাকৃতিক বিপর্যয়। বিপর্যস্ত মানুষের জন্য সরকার যতদূর পারে করছে। কিন্তু তার পরেও তাঁদের আশার আলো দেখানোর দরকার হয়। আমি সেটাই তো করেছি। মনের জোরদিতে চেয়েছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)