পেশায় রিক্সাচালক। তাঁকে আয়কর বাবদ দিতে হবে তিন কোটিরও বেশি টাকা। আজ্ঞেঁ হ্যাঁ। আয়কর দফতর থেকে এমনই নির্দেশ পেয়েছেন তিনি।
উত্তরপ্রদেশের মথুরার বাকালপুর এলাকার বাসিন্দা প্রতাপ সিংহ। সম্প্রতি আয়কর দফতর থেকে একটি নোটিশ পেয়েছেন তিনি। সেখানে বলা হয়েছে, তিন কোটি টাকা আয়কর হিসাবে দিতে হবে তাঁকে। তা দেখেই মাথায় হাত প্রতাপের। লেখাপড়া না জানা প্রতাপ দ্বারস্থ হয়েছেন পুলিশের।