পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের সঙ্গে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদ। ইতিমধ্যে অভিযুক্ত বধূ এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুনীল। গত ২৪ জুলাই অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় ফিরোজ়াবাদের যুবকের। তাঁর মা পুলিশের কাছে অভিযোগ করেন, ছেলেকে খুন করা হয়েছে। খুনি বৌমা এবং বৌমার প্রেমিক। অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
জানা যায়, গত ১৩ মে অসুস্থ হয়ে পড়েছিলেন সুনীল। তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। চিকিৎসকেরা জানান, খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন যুবক। কিছু দিন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হন তিনি। বাড়ি ফেরেন। পুলিশ সূত্রে খবর, প্রথম বার স্বামীর খাবারে বিষ মিশিয়েছিলেন স্ত্রী। স্বামী সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবার তাঁকে বিষ মেশানো খাবার খাওয়ান বধূ। ওই খাবার খাওয়ার পরে গত ২৪ জুলাই মৃত্যু হয় সুনীলের।
অভিযুক্ত জিজ্ঞাসাবাদ করে পরকীয়ার কথা জানতে পারে পুলিশ। জানা গিয়েছে, কয়েক মাস ধরে গ্রামেরই এক যুবকের সঙ্গে প্রেম করছেন সুনীলের স্ত্রী। সুনীল এবং তাঁর মা সেটা জানতে পারেন। পরিবারে অশান্তি হয়। তার পরেই সুনীলকে খুনের ষড়যন্ত্র করেন স্ত্রী। তাঁকে সঙ্গ দেন প্রেমিক।
আরও পড়ুন:
যুবকের দেহের ময়নাতদন্তের রিপোর্টে বিষক্রিয়ার কথা উল্লেখ রয়েছে। আবার যে পাত্র থেকে তিনি খাবার খান, সেটি পরীক্ষা করে বিষের নমুনা পেয়েছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে জানা যায়, অনলাইনে বিষ অর্ডার করেছিলেন মৃত যুবকের স্ত্রী। দইয়ের মধ্যে বিষ মিশিয়ে সেটা স্বামীকে খেতে দেন স্ত্রী। ওই বিষের শিশিটিও হাতে পেয়েছে পুলিশ। ফিরোজ়াবাদের (শহর) পুলিশ সুপার রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘মৃতের স্ত্রী এবং তাঁর প্রেমিক মিলে খুন করেছেন। দু’জনকেই আমরা গ্রেফতার করেছি। তদন্তের স্বার্থে দু’জনকে আমরা হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছি।’’