ভারতে কোভিড রুখতে জরুরি ওষুধপত্র এবং হাসপাতালে চিকিৎসার মতো জরুরি স্বাস্থ্য পরিষেবার খরচে লাগাম টানা-সহ একাধিক ক্ষেত্রে জরুরি পদক্ষেপ জরুরি। ভবিষ্যতে দেশে অতিমারির পরবর্তী ঢেউ আছড়ে আগেই তার মোকাবিলায় আট পরামর্শ দিলেন বিশ্বের প্রথম সারির ২১ জন চিকিৎসক, গবেষক ও কোভিড বিশেষজ্ঞ। তাঁদের পরামর্শ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিজ্ঞান পত্রিকা ‘ল্যানসেট’-এ।
বিশেষজ্ঞদের আট পরামর্শ
১। জরুরি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ আবশ্যক। যেহেতু জেলায় জেলায় কোভিড পরিসংখ্যান এবং স্বাস্থ্য ব্যবস্থার বিস্তর ফারাক রয়েছে, তাই সমস্ত পরিস্থিতির জন্য এক রকম স্বাস্থ্যব্যবস্থা চলতে পারে না।