আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি নোবেল শান্তি পুরস্কারের সমর্থন চেয়ে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে! আর মোদীর প্রত্যাখ্যানের জেরেই ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা।
শান্তি পুরস্কারের জন্য ভারতের সমর্থন না পেয়েই ‘রাগ’ হয়েছে ট্রাম্পের। এমনটাই দাবি করা হয়েছে আমেরিকার দৈনিক ‘দ্য নিউ ইয়র্ক টাইম্স ’-এ। প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন মোদীর কাছে ট্রাম্প ফোন করে দাবি করেছিলেন, তিনিই ভারত ও পারিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির ‘সমাধান’ করেছেন। এই কারণেই পাকিস্তান তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ভারতেরও তা-ই করা উচিত। তবে সেই দাবি ‘নাকচ’ করে দিয়েছিলেন মোদী। ভারতের দাবি ছিল, ভারত ও পাকিস্তান দুই দেশের আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৩৫ মিনিটের ওই ফোন কলের পর থেকেই দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আর কোনও কথা হয়নি।
সংবাদ সংস্থা পিটিআই-ও ‘দ্য নিউ ইয়র্ক টাইম্স’-কে উদ্ধৃত করে জানিয়েছে যে, ‘বছরের শেষের দিকে কোয়াড সম্মলনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা নেই।’’ না আসার নেপথ্যে রয়েছে দুই রাষ্ট্র প্রধানের ‘এই ফোনালাপ’। তবে আমেরিকার দৈনিকের প্রতিবেদনে এই দাবি করা হলেও ভারত বা আমেরিকার পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন:
শান্তি পুরস্কার ও ট্রাম্প নিয়ে যখন বিশ্ব জুড়ে চর্চা হচ্ছে তখন ‘ফক্স’ সংবাদমাধ্যমে ফ্লোরিডা হাউসের রিপাবলিকান প্রতিনিধি আনা পউলিনা লুনা মন্তব্য করেছেন, ‘‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘মূল ভূমিকা’-র জন্য ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেতে পারেন।’’ যা নিয়েও শুরু হয়েছে চর্চা।