সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দেখা করেন দলের সভাপতি জেপি নড্ডার সঙ্গেও। যোগীর এ বারের দিল্লি সফরে সঙ্গী ছিলেন উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক। আজ যোগী আদিত্যনাথের দিল্লি সফরের পরে উত্তরপ্রদেশে মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বর্তমানে রাজ্য মন্ত্রিসভায় ছ’টি আসন খালি রয়েছে। পাশাপাশি ওই রাজ্যে প্রায় ৯ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। স্বভাবতই প্রতিষ্ঠানবিরোধী হওয়া রয়েছে বিজেপির বিরুদ্ধে। অতীতে বিজেপি-শাসিত রাজ্যে প্রতিষ্ঠানবিরোধী হওয়ার মোকাবিলায় যে সব মন্ত্রীদের বিরুদ্ধে অসন্তোষ রয়েছে, তাঁদের সরিয়ে দিত দল। এ ক্ষেত্রেও তেমনটা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিজেপি সূত্রের মতে, যা কিছু পরিবর্তন, তা সংক্রান্তির পরেই করা হবে। সম্প্রতি উত্তরপ্রদেশে আলাদা আলাদা করে বৈঠক করেন বিজেপির ব্রাহ্মণ ও জাঠ বিধায়কেরা। যা আসলে ভোটের আগে নিজেদের গুরুত্ব বাড়ানোর কৌশল হিসাবেই দেখছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের মতে, আজকের বৈঠকে ব্রাহ্মণ-রাজপুত সমাজের অসন্তোষ, নির্বাচন রাজনীতিতে বিদ্রোহী নেতাদের প্রভাব কতটা পড়তে পারে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগীর একপ্রস্থ কথা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)