Advertisement
E-Paper

এসআইআর: উত্তরপ্রদেশে খসড়া তালিকা থেকে বাদ যাওয়া ২.৮৯ কোটি নামের অধিকাংশই মহিলা! প্রভাব ভোটার অনুপাতে

এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে যোগী আদিত্যনাথের রাজ্যে খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম। হিসাব বলছে পুরুষদের তুলনায় প্রায় ২০ লক্ষ বেশি নাম বাদ পড়েছে মহিলাদেরই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৮:২১
Uttar Pradesh gender ratio dropped after 1.54 crore female voters deleted in SIR first phase

উত্তরপ্রদেশে এসআইআরের শুনানি পর্ব শুরু ২১ জানুয়ারি থেকে। ছবি: পিটিআই।

উত্তরপ্রদেশে মহিলা এবং পুরুষ ভোটারের অনুপাত বেশ খানিকটা কমেছে। তিন দফায় সময়সীমা বাড়ানোর পরে গত ৬ জানুয়ারি উত্তরপ্রদেশে এসআইআর-পর্বের প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় দেখা গিয়েছে, মহিলা ও পুরুষ ভোটারের অনুপাত ৮২৪:১০০০। অর্থাৎ, প্রতি ১০০০ জন পুরুষে নারীর সংখ্যা ৮২৪। আগে এই অনুপাত ছিল ৮৭৭:১০০০। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রভনীত রিনওয়া জানিয়েছেন, মোট ১ কোটি ৫৪ লক্ষ মহিলার নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে।

এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে যোগী আদিত্যনাথের রাজ্যে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে প্রায় ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম। হিসাব বলছে পুরুষদের তুলনায় প্রায় ২০ লক্ষ বেশি নাম বাদ পড়েছে মহিলাদেরই। রভনীত জানিয়েছেন, খসড়া ভোটার তালিকায় থাকা ১২ কোটি ৫৫ লক্ষের মধ্যে ৫.৬৭ কোটি মহিলা ভোটার। আর পুরুষ ভোটারের সংখ্যা ৬.৮৮ কোটি। মহিলা এবং পুরুষ ভোটারের অনুপাত রাজ্যের মধ্যে সাহিদাবাদে সবচেয়ে কমেছে।

মহিলা ভোটারের নাম কমার কারণ কী, তা-ও ব্যাখ্যা করেছেন রভনীত। অনেক মহিলার নাম বিয়ের পরেও তাঁর বাপের বাড়ির ঠিকানায় রয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট ভোটারের নাম নতুন করে শ্বশুরবাড়ির ঠিকানায় তোলায় এত দিন দু’জায়গার তালিকায় ছিল। সেগুলি বাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও, মৃত ভোটার রয়েছে। তথ্যগত অসঙ্গতির তালিকায় নাম রয়েছে অনেকের।

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, মোট ৩ কোটি ২৬ লক্ষ ভোটারকে এসআইআরের শুনানি নোটিস পাঠানো হবে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে শুনানি পর্ব। মোট ৩,৭৯৩টি কেন্দ্রে শুনানি শিবির আয়োজন করা হবে। শুনানির জন্য নিয়োগ করা হয়েছে ৯,১৫৪ জনকে। রিনওয়া আগেই জানিয়েছিলেন, যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে ৪৬ লক্ষ ২৩ হাজার মৃত ভোটার রয়েছেন। এ ছাড়া, দু’জায়গায় নাম রয়েছে এমন ভোটার (ডুপ্লিকেট) ২৫ লক্ষ ৪৭ হাজার, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার ২ কোটি ১৭ লক্ষ। এঁদের নামও খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শুনানি পর্ব শেষে আগামী ৬ মার্চ এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে উত্তরপ্রদেশে।

SIR Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy