Advertisement
০২ জুন ২০২৪
Crime

স্ত্রী, শিশুকন্যাকে শেষ করার পর চরম পথ বেছে নিলেন উত্তরপ্রদেশের যুবক!

অভিযোগ, রবিবার রাতে আত্মঘাতী হওয়ার আগে স্ত্রী এবং তাঁদের শিশুকন্যাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন উন্নাওয়ের বাসিন্দা মোহন লাল। এর পর দড়ির ফাঁসে ঝুলে পড়েন।

Representational picture of dead body

পুলিশের দাবি, মানসিক সমস্যা থাকায় লখনউয়ের হাসপাতালে চিকিৎসা চলছিল যুবকের। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
উন্নাও শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৯:২৯
Share: Save:

স্ত্রী এবং ৪ মাসের শিশুকন্যাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হলেন এক মানসিক সমস্যায় ভোগা এক যুবক। উত্তরপ্রদেশের উন্নাও জেলার ওই বাসিন্দার বিরুদ্ধে এমনই অভিযোগ বলে সোমবার জানিয়েছে পুলিশ।

উন্নাওয়ের অতিরিক্ত পুলিশ সুপার শশীশেখর সিংহ জানিয়েছেন, বারাসগবর থানা এলাকার বাসিন্দা মোহন লাল (৩৬)-এর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, রবিবার রাতে আত্মঘাতী হওয়ার আগে স্ত্রী সীমা লাল (৩০) তাঁদের শিশুকন্যাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন মোহন। এর পর তিনি দড়ির ফাঁসে ঝুলে পড়েন।

পুলিশ সুপারের দাবি, মানসিক সমস্যা থাকায় লখনউয়ের হাসপাতালে চিকিৎসা চলছিল মোহনের। তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ৩টি দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Murder Suicide Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE